নববর্ষকে স্বাগত জানিয়ে মোংলায় বিএনপির আনন্দ শোভাযাত্রা
প্রতিনিধিঃ
কাজী ওমর ফারুক , মোংলা (বাগেরহাট)

বাংলা নববর্ষ ১৪৩২ এর পহেলা বৈশাখ উদযাপন করতে ও নববর্ষকে স্বাগত জানাতে আনন্দ শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোংলা উপজেলা ও পৌর শাখা। উচ্ছ্বাসে ভরা বর্ণিল এই শোভাযাত্রা ছিল উৎসবমুখর।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শুরু হওয়া বর্ণাঢ্য ও আনন্দঘন এ শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোংলা পৌর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে তারা সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করে।

শোভাযাত্রায় মোংলা পৌর বিএনপি’র আহবায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী, উপজেলা বিএনপির আহবায়ক স ম ফরিদ, সদস্য সচিব আ: মান্নান হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তম আলী, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: খোরশেদ আলম,যুগ্ন আহবায়ক মোকসেদুল আলম গামা,যুব নেতা ও সাবেক প্যানেল মেয়র মোঃ আলাউদ্দিন , কাজী ওমর ফারুক, মহিলা নেত্রী কমলা বেগম, আয়শা বেগম সহ সকল ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেয়।
উল্লেখ্য, পহেলা বৈশাখ দেশের সবচেয়ে বর্ণিল উৎসবগুলোর একটি, যেখানে বাঙালি জাতি পুরোনো বছরকে বিদায় জানিয়ে বরণ করে নতুন বছরকে। জাতির ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক এই উৎসব ধর্ম, গোত্র, শ্রেণি বা মত নির্বিশেষে সবাই উদযাপন করে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.