মৌলভীবাজারে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন
প্রতিনিধিঃ
মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

পয়লা বৈশাখ উপলক্ষে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে পালন। বছরের প্রথম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন আরেক বছরে পর্দাপণ করেছে বাঙালি। নতুন বছর শুরুর এ দিনটি বাঙালিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই বর্ষবরণে উৎসবে প্রাণের ছোঁয়ায় মেতেছেন মৌলভীবাজারবাসী।
মঙ্গল শোভাযাত্রা জানান দেয়- মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি, মাছসহ নানা বিশালাকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন ও প্রকৃতিনির্ভর মানুষের সংগ্রামের রূপ। শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস ও ঐতিহ্যের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে।

আজ সকালে পুরোনো গ্লানি, হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় বাংলা নতুন বছর ১৪৩২-কে বরণ করতে মৌলভীবাজারে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংঘটনগুলো। এদিকে জেলার উপজেলাতেও বর্ষববরণ উদযাপনে মঙ্গল শোভাযাত্রা, গ্রামীণ মেলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.