কুয়াকাটায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত।।
প্রতিনিধিঃ
মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা

বাংলা নববর্ষ বাংলাদেশে জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে সে হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন লোকউৎসব হিসেবে পরিচিত পহেলা বৈশাখ।
দেশব্যাপি বাঙালির প্রানের উৎসব বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে নানানরকম আয়োজন করা হয়েছে তাই ধারাবাহিকতায় কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ১৪ এপ্রিল সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন এর মাধ্য দিয়ে অানুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এসময় জাতীয় পতাকা উত্তোলনে অংশ গ্রহণ করেন কুয়াকাটা পৌর প্রশাসক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি, আঃ আজিজ মুসুল্লি,কুয়াকাটা প্রেসক্লাব ও টোয়াকের সভাপতি, রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থ যাত্রী সেবাশ্রম মন্দিরের, সাধারন সম্পাদক, ইঞ্জিনীয়র নীহার রঞ্জন মন্ডল,কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিন সম্পাদক,সাইদুর রহমান সোহেল। জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলন শেষে কুয়াকাটা পৌরসভার সামনে থেকে বর্ষবরনে বৈশখী শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় কুয়াকাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র /ছাত্রী সহ সকল সামাজিক, সাংস্কৃতিক,সেচ্ছাসেবী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
এসময় বর্ষবরন বৈশাখী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর প্রশাসক জনাব,ইয়াসিন সাদেক,কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি, আঃ আজিজ মুসুল্লি, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক মো. নাজমুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের ও টোয়াক সভাপতি, রুমান ইমতিয়াজ তুষার,কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাইদুর রহমান প্রমূখ। বৈশাখী শোভাযাত্রারাটি কুয়াকাটা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুয়াকাটা পৌরসভার সামনে এসে শেষ হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.