ভান্ডারিয়ায় একই রাতে পাঁচ বাড়িতে ডাকাতি
প্রতিনিধিঃ
সমবানী প্রতিবেদক, ভান্ডারিয়া (পিরোজপুর)

পিরোজপুরের ভান্ডারিয়ায় মঙ্গলবার দিনগত রাতে পাঁচটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসব বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকাসহ মূল্যবান দ্রব্যাদি নিয়ে গেছে।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে ইকড়ি ইউনিয়নের বোধলা গ্রামের মোঃ কামরুল হাসানের বাড়িতে ১০-১২ জন মূখোষ ধারী ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে লুটপাট চালায়। এ সময় ডাকাতরা ৫ ভরি স্বর্ণ, মোবাইল ১টি ও নগদ ২৩ হাজার টাকাসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
পরে আব্দুস সামাদ তালুকদারের ঘর থেকে প্রায় দের ভরি স্বার্ণ ও নগদ ৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এছাড়া একই এলাকার মৃত খান মোঃ আহসান কবির, মোঃ প্রিন্স খান ও স্বপন আকন এর ঘর থেকে স্বর্নালংকার, নগত টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
ভান্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়া উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে । এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.