মৌসুম শুরুতেই কুয়াকাটায় বাড়ছে পর্যটক
প্রতিনিধিঃ
মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা

সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের আনাগোনায় ব্যবসা বানিজ্যের গতি ফিরতে শুরু করছে। স্বস্তির নিশ্বাস ফিরছে পর্যটন নির্ভর সকল ব্যবসায়ীদের মাঝে। শীতের শুরুতেই পর্যটক আসতে শুরু করেছে কুয়াকাটায়। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কুয়াকাটার সৈকত পয়েন্ট থেকে শুরু করে আশেপাশের এক থেকে দের কিলোমিটার জায়গা জুড়ে পর্যটকদের পর্যটকদের পদচারণায় মুখরিত। সমুদ্রের বুকে কেউ ঝাঁপিয়ে পড়ছে ঢেউ উপভোগ করতে আবার কেউ দলবেঁধে সাতার কাটছে সমুদ্রে । আনন্দ উপভোগ করতে নারী পুরুষ শিশু সহ সব বয়সী পর্যটকরা ভীড় জমাচ্ছে এবং তারদের এ কর্মকান্ডের দৃশ্যর স্মৃতিপটে ধারণের করার জন্য কেউ বা আবার ছবি তুলছে ক্যামেরা আর মোবাইল ফোন দিয়ে ।
কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা বাড়ায় ব্যস্ত সময় পারকরছে পর্যটন নির্ভর সকল ব্যবসায়ীরা। হোটেল মোটেলের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে তাদের আবাসিক হোটেলে বুকিং ভালো আছে। পর্যটকদের উপস্থিতিতে স্বস্তি ফিরছে কুয়াকাটা। তাদের আশা এখন থেকে এমন পর্যটকদের আনাগোনা থাকলে তাদের সংকট কাটিয়ে উঠবে খুব শীগ্রই।
বীচ লাগোয়া চা বিক্রেতা মো. বশির বলেন, বৃহস্পতিবার থেকে চোখে পড়ার মত পর্যটক কুয়াকাটায় আসছে। বেঁচা বিক্রি বাড়তে শুরু করছে। ক্যামেরাম্যান খোকন বলেন, গত সপ্তাহ থেকে মোটামুটি পর্যটক আসতে শুরু করেছে। আজ ভালোই পর্যটক বাড়ছে। আচার বিক্রেতা মো.জহির বলেন, আগের চাইতে বিক্রি বাড়ছে।
খাবার হোটেলর ব্যবস্থাপক মো. সেলিম মিয়া বলেন, বর্ষা সিজনে বেচা কিনা খুবই খারাপ ছিল । শুক্রবার থেকে ভালোই বিক্রি করতে পারছি। আজ আরো বাড়ছে এখন আমাদের দুশ্চিন্তা কাটবে। কাপড় ব্যবসায়ী মো. জলিল বলেন, বেঁচা কিনি নাই বিগত দেড় মাস ধরে।এখন কিছু পর্যটকদের আনাগোনা বাড়ছে আশা করছি দ্রুতই স্বরুপে ফিরবে আমাদের ব্যবসা বানিজ্য।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসেসিয়েশনের সাধারণ সম্পাদক এম এ মোতালেব শরীফ বলেন,বাড়তে শুরু করছে পর্যটক আসা করছি এখন থেকে আর পর্যটক খরায় পড়তে হবে না। দেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক হচ্ছে পাশাপাশি পর্যটকদের উপস্থিত বাড়তে শুরু করেছে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার, একে আজাদ বলেন, আমরা সম্পূর্ণভাবে পর্যটকদের নিরাপত্তার জন্য প্রস্তুত রয়েছি । দেশে চলমান অস্থিরতা কেটে যাওয়ার ফলে পর্যটক বাড়তের শুরু করেছে কুয়াকাটায়। তাদের নিরাপদ ভ্রমনে জন্য শতভাগ নিরাপত্তা জোরদার করা হয়েছে ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.