বোরহানউদ্দিনে জাতীয় যুব দিবসে বর্নাঢ্য র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
সমবাণী প্রতিবেদক

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল থেকেই যুব সমাবেশ, র্যালী, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে ১ নভেম্বর সকালে বোরহানউদ্দিন পরিষদ সভাকক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে একই স্থান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান – উজ্জামান
তিনি বলেন, আমরা যদি প্রশিক্ষিত যুব সমাজ তৈরি করতে পারি, তাহলে স্বপ্নের সোনার বাংলা আমরা গড়তে পারবো। আর যুবকদের প্রশিক্ষণ দিতে কাজ করে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। এখান থেকে প্রশিক্ষণ ও ঋণ নিয়ে অনেক বেকার যুবক কর্মসংস্থানের মাধ্যমে তাদের জীবন মানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছে। আমাদের যুব সমাজকে কাজের মাধ্যমে শক্তিতে রুপান্তর করতে পারলে বৃদ্ধি পাবে আমাদের জিডিপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহাফুজুর রহমান, এনজিও প্রতিনিধি মোঃবাবুল। বক্তব্য রাখেন উদ্যোক্তা মোঃ আসাদউল্যাহ,মোঃ মাকসুদুর রহমান।
পরে ২ জন যুবকের মাঝে ১ লাখ টাকার ঋণের চেক ও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত ৩০ জনের মধ্যে সনদপত্র বিতরণ করেন অতিথিরা।
বোরহানউদ্দিন উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ এর সিনিয়র সহ-সভাপতি এম এ অন্তর হাওলাদার, সাংবাদিক ইকবাল হোসেন, সাংবাদিক সৈয়দ মুহাম্মাদ সোহেল, কবির হোসেন, নুরনবী সহ প্রশিক্ষণ রত শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারী গন উপস্থিতি ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.