কুয়াকাটায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রী চিকিৎসা সেবা প্রদান
প্রতিনিধিঃ
মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা

বাংদেশজাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুয়াকাটা পৌর যুবদল ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে। প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে কেক কাটা শেষে স্থানীয় প্রায় ২০০ জন গরীব,অসহায় দুঃস্থ, সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় রাখাইন মহিলা মার্কেট মাঠে কুয়াকাটা পৌর যুবদলের পক্ষ থেকে চিকিৎসা সেবার আয়োজন করে।

কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক এর সভাপতিত্বে আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্প উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ সভাপতি এম এ মান্নান চৌধুরী, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি, রুমান ইমতিয়াজ তুষার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আশ্রাফ সিকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এর নির্দেশনায় আমরা মানুষের সেবায় কাজ করছি। আমরা কেক কেটে, মিস্টি বিতরণ করে টাকা খরচ না করে সেই টাকায় দুস্থ ও গরীব দুখী মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছি। যুবদল সব সময় মানুষের পাশে থেকে গনতন্ত্র প্রতিষ্ঠা সহ ভোট ও ভাতের অধিকার নিশ্চিতে কাজ করে আসছে।
চিকিৎসা নিতে আসা ৬৫ বছরের বৃদ্ধা সাজেদা খাতুন বলেন, আমি অসুস্থ মানুষ ,মুখে ব্যথা,ভাত খাইতে পারিনা,শুনলাম বিএনপিতে টাকা ছাড়া ফ্রী ঔষুধ দেয়,চিকিৎসা দেয় তাই আসলাম চিকিৎসা নিতে,আমি খুবই খুশি ঔষুধ পেয়ে।
ব্যতিক্রমী এ উদ্যোগের বিষয়ে স্থানীয় সংবাদ কর্মীরা জানতে চাইলে কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মো. ফারুক বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার গত ১৫ বছর আমাদের কোন সভা সমাবেশে করতে দেয়নি। নেতাকর্মীদের মামলা হামলা দিয়ে নির্যাতন করেছে। এরপরও জাতীয়তাবাদী দল (বিএনপি) থেমে থাকেনি। বিএনপি সাম্যের দল আমরা গনতন্ত্রে বিশ্বাস করি । সকল ধরনের নৈরাজ্য রোধে জাতীয়তাবাদী যুবদল মাঠে কাজ করে যাচ্ছে। আগামীতেও আমাদের এ ধারা অব্যাহত থাকবে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ পরিচিত হবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.