ফুলপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় ৪ মামলায় জরিমানা ১৯ হাজার
প্রতিনিধিঃ
মোঃ কামরুল ইসলাম খান, ফুলপুর, ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করার দায়ে ৪ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলার ভাইটকান্দি বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমার নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
জানা যায়, উপজেলার ভাইটকান্দি বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি করা হচ্ছে। পরে ওখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪টি মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ -এর আওতায় ৪ জনকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা ও বিক্রেতাদেরকে সতর্ক করা হয়।
এসময় ফুলপুর থানা পুলিশের কয়েকজন সদস্য সাথে ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.