মঙ্গলবার, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীপুরে জমি সংক্রান্ত জেরে দায়ের কোপে কৃষকের হাতের কব্জি বিচ্ছিন্ন

০ টি মন্তব্য 11 ভিউ 8 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ শাহাদত হোসাইন, শ্রীপুর(গাজীপুর)
print news | শ্রীপুরে জমি সংক্রান্ত জেরে দায়ের কোপে কৃষকের হাতের কব্জি বিচ্ছিন্ন | সমবানী

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় এক কৃষকের কব্জি বিচ্ছিন্ন হয়ে হেছে।

মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টায় দিকে উপজেলার বরমী ইউনিয়নের তাঁতি সুতা (দক্ষিণ পাড়া) গ্রামের শেখবাড়ি সংলগ্ন এ ঘটনা ঘটে।

কব্জি বিচ্ছিন্ন হওয়া কৃষক হলেন- উপজেলার বরমী তাঁতি সুতা (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত হাবিজ উদ্দিনের ছেলে হযরত আলী (৬৫)। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Farmers wrist severed in land dispute in Sreepur1 | শ্রীপুরে জমি সংক্রান্ত জেরে দায়ের কোপে কৃষকের হাতের কব্জি বিচ্ছিন্ন | সমবানী

আহতরা হলেন- একই গ্রামের মৃত রাম দুলাল বিশ্বাসের ছেলে পুলিশ কনস্টেবল অমৃত চন্দ্র বিশ্বাস (৫২), তার বড় ভাই অমূল্য চন্দ্র বিশ্বাস (৬২) ও তার মেয়ে কলেজ শিক্ষার্থী সঙ্গীতা বিশ্বাস (১৭)। তাদেরকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ কনস্টেবল অমৃত চন্দ্র বিশ্বাস টাঙ্গাইলের নাগরপুর থানায় কর্মরত।

হযরত আলীর ভাতিজা শাকিল আহমেদ সবুজ জানান, দীর্ঘদিন ধরে বন বিভাগের জমি তার জেঠা ভোগ দখল করে চাষাবাদ করে আসছেন। ওই জমি নিয়ে বন বিভাগের সঙ্গে আদালতে মামলা চলমান রয়েছে।

Farmers wrist severed in land dispute in Sreepur2 | শ্রীপুরে জমি সংক্রান্ত জেরে দায়ের কোপে কৃষকের হাতের কব্জি বিচ্ছিন্ন | সমবানী

প্রতিপক্ষ অমূল্য চন্দ্র বিশ্বাস গং ওই জমি তাদের বলে দাবি করে আসছে। মঙ্গলবার সকাল ৯টায় অমূল্য চন্দ্র বিশ্বাস এবং তার ভাই পুলিশ কনস্টেবল অমৃত চন্দ্র বিশ্বাস বিরোধপূর্ণ জমিতে চাষ করতে যান। এ সময় কৃষক হযরত আলী তাদেরকে জমি চাষ করতে বাধা দেন। বাগবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ কনস্টেবল অমৃত চন্দ্র বিশ্বাসের হাতে থাকা দা দিয়ে হযরত আলীর বাম হাতের কব্জি কোপ দিয়ে বিচ্ছিন্ন করে ফেলে।

অমূল্য চন্দ্র বিশ্বাসের বড় ভাই প্রফুল্ল চন্দ্র বিশ্বাস বলেন, আমার ছোট ভাই অমূল্য চন্দ্র বিশ্বাস জমিতে চাষ করতে যায়। এ সময় কৃষক হযরত আলী ও তার স্বজনেরা আমার ভাইকে মারধর করে। তার চিৎকার শুনে ছোট ভাই পুলিশ কনস্টেবল অমৃত চন্দ্র বিশ্বাস ও ভাতিজি সঙ্গীতা বিশ্বাস ঘটনাস্থলে যায়। এক পর্যায়ে কৃষক হযরত আলী তাদেরকে এলোপাতাড়ি মারধর করে মাথা ফাটিয়ে দেয়। তাদেরকে মুমূর্ষু অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আমার ভাইদেরকে ফাঁসানোর জন্য হযরত আলী লোকজন তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে আমাদের বিরুদ্ধে বলছে।

শ্রীপুর রেঞ্জের শ্রীপুর সদর বিট কর্মকর্তা আলাল উদ্দীন জানান, তাঁতি সুতার ওই জায়গা বন বিভাগের। অনেক আগে থেকেই ওই জমি নিয়ে আদালতে মামলা চলছে। বন বিভাগ গত বছর কিছু গাছের চারা রোপণ করেছে। চলতি বছরেও চারা রোপণ করবো। এটা বন বিভাগের জায়গা, এ জায়গা নিয়ে মারামারির কিছু নেই।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুদেব চক্রবর্তী বলেন, হযরত আলী নামে একজন বাম হাতের কব্জি বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ওসি (অপারেশন) নয়ন কর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল । পরে আমি ও সার্কেল এএসপিও ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading