হিলিতে মে দিবসে শ্রমিক দলের র্যালীতে অংশগ্রহণ করায় প্রত্যাহার ওসি
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।

দিনাজপুরের হাকিমপুরে (হিলিতে) মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানার সম্বলিত র্যালীতে নেতা-কমর্ীদের সাথে অংশ নেওয়ায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুজন মিঞাকে দিনাজপুর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়লে রোববার বেলা ১২টায় উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে তঁাকে প্রত্যাহার করে দিনাজপুর জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন এই সত্যতা নিশ্চিত করেন।
প্রত্যক্ষদশর্ীরা জানান, গত বৃহস্পতিবার মে দিবসে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হিলি স্থলবন্দরের চারমাথা থেকে জাতীয়তাবাদী শ্রমিক দল পৌর শাখার উদ্যোগে নেতা-কমর্ীরা একটি র্যালী বের করেন। র্যালীটি হিলি বাসষ্ট্যান্ডের দিকে যাওয়ার সময় ওই র্যালীতে হাকিমপুর থানার অফিসার (ওসি) মো. সুজন মিঞা পৌর শ্রমিক দল, উপজেলা ও পৌর বিএনপির নেতা-কমর্ীদের সাথে অংশ নেন।
ওসি মো. সুজন মিঞার একটি রাজনৈতিক দলের ব্যানার সম্বলিত ৩০ সেকেন্ডের র্যালীর ভিডিও মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার ঝড় উঠে। এতে অনেকে ক্ষুব্দ প্রকাশ করে ওসিকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।
নাম প্রকাশ না করার শর্তে দিনাজপুর জেলা পুলিশের একজন কর্মকর্তা জানান, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সুজন মিঞা মে দিবসে একটি রাজনৈতিক দলের র্যালীতে অংশ নেন। তার অংশ নেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিষয়টি পুলিশের উর্দ্ধতন কতর্ৃপক্ষের নজরে আসে। তদন্ত সাপেক্ষে তঁাকে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বর্তমানে তাকে দিনাজপুর জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এদিকে আমার বাংলাদেশ পার্টির (এবি) যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক জানান, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন মিঞা একটি রাজনৈতিক দলের র্যালীতে অংশগ্রহণ করার ছবি ও ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে দেখেছেন। সেখানে ওসি পুলিশের পোষাক পরে শ্রমিক দলের র্যালীর সামনের সারিতে দলীয় নেতা-কর্মীদের সাথে অংশগ্রহণ করেন।
প্রজাতন্ত্রের প্রশাসনিক কর্মকর্তা হয়ে তিনি দলীয় ব্যানারে কোন র্যালি বা শ্লোগানে থাকতে পারেন না। কিন্তু তিনি সেই কাজটিই করেছেন। সেক্ষেত্রে পেশাদারিত্বের নীতিমালা লঙ্ঘন করেছেন। তঁাকে প্রত্যাহার করে নেওয়ায় পুলিশের উর্দ্ধতন কতর্ৃপক্ষকে সাধুবাদ জানান।
ওসি মো. সুজন মিঞা জানান, হাকিমপুর থানা থেকে তাকে ক্লোজড করা হয়নি। তবে দিনাজপুর অপরাধ বিভাগে বদলী করা হয়েছে। মিছিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মোবাইল ফোনে কথা বলতে বলতে তিনি এক পর্যায়ে মিছিলে প্রবেশ করেন। এটি তার ভুলবশত হয়েছে।
জানতে চাইলে হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম জানান, রোববার দুপুর ১২টায় ওসি মো. সুজন মিঞা তাঁর কাছে থানার দায়িত্ব হস্থান্তর করে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন।
এবিষয়ে যোগাযোগ করা হলে দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন সাংবাদিকদের জানান, রোববার সকালে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শুধু একটি বিষয়ে না, নানা বিষয়ে এমন বদলি হয়ে থাকে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.