বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশের খালটি অযত্ন অবহেলায় মৃতপ্রায়
প্রতিনিধিঃ
সাব্বির হোসেন, বানারীপাড়া

বরিশালের বানারীপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডে অবস্থিত সন্ধ্যা নদী থেকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশের একমাত্র খালটি অব্যবস্থাপনার কারনে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।প্রায় এক দশক পূর্ব থেকেই এ খালটি নদীর পলী মাটি জমাট বেধে ভরাট হয়ে গেছে।যে খালটি ব্যবহার করে অসংখ্য অসুস্থ মানুষ হাসপাতালে চিকিৎসা নিতে আসতো সে খালটি এখন মৃতপ্রায়।
ভোগান্তিতে পড়েছে উপজেলার হাজারো মানুষ।২০২২-২০২৩ সালে বানারীপাড়া সন্ধ্যা নদীর তীর ঘেষা শহর রক্ষা বাধে দক্ষিণ নাজিরপুরের ব্রিজটি নির্মানের সময় এ খালটি ভরাট করে কাজ করা হয়।পরবর্তীতে খালটির ভরাট করা ওই অংশ খনন করে দিলেও মূল খালের নদীতে চর পড়া অংশ আর খনন করা হয়নি।যার ফলে নদী থেকে খালে প্রবেশ করার কোনো পথই নেই।
এছাড়াও পৌর শহরের প্রাচীন গুরুত্বপূর্ণ এ খালটি সন্ধ্যা নদীর সংযোগস্থল থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যন্ত ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।খালটি যেমন ভরাট হয়ে গেছে তেমনি খালের দুই পাশের বাসিন্দারাও ময়লা আবর্জনা ফেলে খালটিকে হুমকির মূখে ফেলে দিয়েছে।
এ খালটি পূনরায় খনন করা হলে যেমন হাজারো অসুস্থ মানুষ সহজে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারবে তেমনি পৌর শহরের পুরাতন খালটি তার অতীতের রূপে ফিরে পৌরবাসীর জীবন মান উন্নয়নে সহযোগিতা করবে।
ব্যাপারে পৌরসভায় বসবাসকারী কয়েকজন ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর কয়েকজন স্বজন জানান এ খালটি এখন করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে এবং খালটি খনন করা হলে হাজারো মানুষ এর সুফল ভোগ করবে।এ ব্যাপারে তারা উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.