লালমোহনে এসসিএমএফপি প্রকল্পের উদ্যোগে কর্মশালা
প্রতিনিধিঃ
ইউসুফ আহমেদ, ভোলা

ভোলার লালমোহন উপজেলায় মৎস্যজীবী ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের (এসসিএমএফপি) আওতায় অফির্সার্স ক্লাবে উপজেলা পর্যায়ে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা প্রবর্তণ বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের বরিশাল বিভাগের উপ-প্রকল্প পরিচালক এসএম আজহারুল ইসলাম।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের সভাপতিত্বে এ ছাড়াও অনুষ্ঠিত কর্মশালায় লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, এসডিএফের উপজেলা ক্লাস্টার অফিসার মো. ফরিদুল ইসলামসহ সংশ্লিষ্ট দফতরের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.