মাদক যানজট নিরসনে বোরহানউদ্দিনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
সমবানী প্রতিবেদক, বোরহানউদ্দিন, ভোলা

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার ১৩ মার্চ সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান -উজ্জামান এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত বক্তারা মাদক নির্মুলে করনীয় ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাজারে যানজট নিরসন সহ বেশ কিছু বিষয় নিয়ে বর্তমান আইন-শৃঙ্খলার অবনতি ও আইন-শৃঙ্খলা উন্নতি সহ বিভিন্ন উন্নয়নমুলক কাজের বিষয়ে আলোচনা করেন।
সভায় বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পঃ পঃ কর্মকর্তা ডাঃ নিরুপম সরকার সোহাগ, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী আজম , উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ মাকসুদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ভেটোনরী সার্জন মোসাম্মৎ নাজনীন, এলজিইডি অফিসার মোঃ মাইদুল ইসলাম খান, , যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সিনিয়র মৎস্য অফিসার মনোজ কুমার সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল ইসলাম, নির্বাচন অফিসার মোঃ মঞ্জুর হোসেন খান, কৃষি অফিসার গোবিন্দ মন্ডল, জনসাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ মাহাফুজুর রহমান, সরকারি আবদুল জব্বার কলেজ (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আবদুল হালিম, আবাসিক প্রকৌশলী( উপ-বিভাগীয় প্রকৌশলী) মোঃ রিয়াদ হোসেন, মহিলা বিষয়ক অফিসার চামেলী বেগম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদীকা ইসরাত জাহান বনি, বড়মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার , টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম হাওলাদার, পক্ষিয়া ইউনিয়ন পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির,কাচিয়া ইউনিয়ন পরিষদ ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ ফিরোজ হাওলাদার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ বশির আহমেদ,বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ সিনিয়র সহ- সভাপতি , এম এ অন্তর হাওলাদার, ফয়সাল আহমেদ, ইকবাল হোসেন নয়ন, এইচ এ শরিফ, সাইফুল ইসলাম আকাশ, ছাত্র প্রতিনিধি হিসেবে ভোলা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শরিফুল ইসলাম সহ উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.