শনিবার, ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনমজুর সুমনের অসুস্থ স্ত্রীর চিকিৎসার দ্বায়িত্ব নিলো কুয়াকাটা পৌর জামাত ইসলাম।। 

০ টি মন্তব্য 17 ভিউ 9 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা(কলাপাড়া)
print news | দিনমজুর সুমনের অসুস্থ স্ত্রীর চিকিৎসার দ্বায়িত্ব নিলো কুয়াকাটা পৌর জামাত ইসলাম।।  | সমবানী

পটুয়াখালীর কুয়াকাটায় দিন মজুর সুমন মিয়ার অসুস্থ গর্ভবতী স্ত্রী সোনিয়ার চিকিৎসার অর্থ সহয়তা প্রয়োজন এমন সংবাদ সুনে কুয়াকাটা জন্মভূমি ক্লাবের সভাপতি কে এম বাচ্চু, পরিবারটির খোঁজ খবর নেয়া শুরু করেন। এবং একটা পর্যায় সুমন মিয়ার অসুস্থ স্ত্রী সোনিয়ার নিয়মিত স্বাস্থ্য পরিক্ষার পাশা পাশি প্রয়োজনীয় ঔষধ পত্র ও পরিবারের খাদ্য সামগ্রিক ব্যবস্থা করা হয় প্রাথমিক পর্যায়। দিন মজু সুমনমিয়া ঝালকাঠির রাজাপুর ইউনিয়নে তার দেশের বাড়ি। ছোট সময় তারা বাবা এবং মা মারা যান তারপর থেকে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সহযোগিতা পড়াশোনা করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে জীবিকার তাগিদে ঢাকায় পাড়ি জমান। সেখানে তিনি গার্মেন্স সেক্টরে কাজ শুরু করেন সেই সুবাদে মহিপুর থানার খাপড়াভাঙ্গা ইউনিয়নের মোনশাতলী গ্রামের মেয়ে সোনিয়ার সাথে একই কর্মস্থল থাকার সুবাদে যোগাযোগ ও উভয়ের মাঝে বোঝাপড়া জানাশোনা মধ্য দিয়ে ভালোবাসা সম্পর্ক তৈরী হয়। এবং ২০১২ সালে বিয়ে করে তাদের সংসার জীবন শুরু করেন।

সংসার জীবন শুরুর দিকে তাদের ভালোই চলছিলো। তারমাঝে একদিকে স্ত্রীর অসুস্থতা অন্য দিকে চিকিৎসার খরচ চালানো বাসা ভাড়া থাকা খাওয়ার অর্থ উপর্যনের টাকায় বহন করা সম্ভব না হওয়ায় তারা কুয়াকাটায় চলে আসেন। অসুস্থ স্ত্রীকে নিয়ে কুয়াকাটার দোভাষী পাড়ায় একটি ভাড়া বাসায় ওঠেন তারা। সুমনমিয়া রাজ মিস্ত্রির দিন মজুরি কাজ শুরু করেন এবং দীর্ঘ দিন কাজ না থাকায় একদিকে যেমন আর্থীক সংকটে পরেন অন্য দিকে অসুস্থ স্ত্রীর চিকিৎসার ঔষধ পত্র খাবার যোগান দিতে না পেরে আশ পাশের পরিচিত দুই একজন এর সাথে বিষয়টি জানালে খবর পেয়ে কুয়াকাটা জন্মভূমি ক্লাবের সভাপতি,কে এম বাচ্চু ও কুায়াকাটা মাল্টিমিডিয়ার চেয়ারম্যান খ্যাত জনপ্রিয় অভিনেতা এস এম আলমাস দিনমজুর সুমন মিয়ার বাড়িতে যান এবং পুরো বিষয়টি তারা অবগত হন।

দীর্ঘ ১২ বছর পরে জমজ বাচ্চার মা হতে যাচ্ছে সোনিয়া বাবা হওয়ার স্বপ্ন দেখছে সুমন মিয়া। দিনমজুরের কাজ করে যে অর্থ পায় তা দিয়ে বাসা ভাড়া খাওয়া স্ত্রীর চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছে সুমন মিয়া,খবর পেয়ে খাদ্য সামগ্রী যোগান দিলেও বাকি ছিল চিকিৎসা আর নবজাতক শিশুদের সুন্দর ভাবে পৃথীবিতে আগম। একদিকে যেমন জমজ সন্তান ডেলিভারী অন্য দিকে উন্নত চিকিৎসার ব্যায় ভাড় সব মিলিয়ে দিশেহারা দিন মজুর সুমন মিয়া।

কুয়াকাটা পৌর জামাত ইসলামের আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নান বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃষ্টি গোচর হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার উদ্যোগে দিনমজুর সুমন মিয়ার অসুস্থ স্ত্রীর চিকিৎসার দায়িত্ব নেন জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখা।

পটুয়াখালী নিউরন ডায়াগনস্টিক সেন্টারে ১০ (নভেম্বর) দিবাগত-রাত ১২টায় দিনমজুর সুমন মিয়ার স্ত্রীর সিজার সম্পন্ন হয় এবং তাদের জমজ দুই পুত্র সন্তান হয়। সুমন মিয়া বলেন দীর্ঘ ১২ বছর পর আল্লাহ আমাদের দুই পুত্র সন্তান দিয়েছেন স্ত্রী ও সন্তানরা সুস্থ আছেন আমার এই দুঃসময় যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আমার দুই পুত্র সৈয়দ মো. হাসান এবং সৈয়দ মো. হোসাইনের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading