হিলিতে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।

দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভার মাঠপাড়া এলাকায় জিয়া হোসেন নামে একজনকে চাপাতি দিয়ে হত্যার উদ্দ্যোশে আঘাত করে স্থানীয় মাদক ব্যবসায়ীসহ কয়েকজন। এর প্রতিবাদে জখমকারী ইনসাফ আলী খুনি সন্ত্রাসী ও তার পরিবারকে উচ্ছেদ ও শাস্তির দাবীতে মানববন্ধন করেন গ্রামবাসীসহ স্থানীয়রা।
বুধবার (৬ এপ্রিল) সকাল ১১ টায় মাঠপাড়া গ্রামবাসী ব্যানারে বিভিন্ন স্লোগানে এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।গ্রামবাসী শ্লোগান দেয় মাদক ব্যবসায়ীদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে, জিয়া ভাই, হাসপাতালে ইনসাফ আলী বাড়িতে মানি না মানবোনা। ইনসাফ আলীর বিচার চাই করতে হবে।
মিছিলটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চারমাথায় উপস্থিত হয়। পরে চারমাথা মোড়ে ইনসাফ আলী খুনি সন্ত্রাসী ও তার পরিবারকে উচ্ছেদ ও শাস্তির দাবীতে মানববন্ধন করেন তারা।
এসময় মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, মহব্বত আলী, সুরমা বেগম, সবুজ মিয়া ও সুরুজ আলী বলেন, কয়েক দিন আগে ইনসাফ আলী মাদক ব্যবসায়ী, প্রকাশে মাঠপাড়া এলাকায় জিয়াকে চাপাতি দিয়ে আঘাক করে। এলাকাবাসী ইনসাফ আলীকে চাপাতিসহ প্রশাসনের কাছে ধরে দেওয়া হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় নাই। দ্রুত ইনসাফ আলীকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা।
মহব্বত আলী অভিযোগ করে বলেন, মাদক ব্যবসায়ীদের টাকার বার বেড়ে গেছে। কিছু বললেই তারা আমাদের নামে কোর্টে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। গত কয়েক দিন আগে আমি অফিসের কাজে দিনাজপুর ছিলাম। কিন্তু আমাকে মামলায় জড়িয়ে ১৭ নম্বরে আমার নাম দিয়েছে।
এছাড়াও সুখী ও তার স্বামী ফারুক মিয়া দীর্ঘ দিন থেকে এলাকায় মাদকের ব্যবসা করছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোড় দাবি জানান তারা।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.