আকাশ চৌধুরী সম্পাদিত ‘বিজয় চিরন্তন’বেরিয়েছে
প্রতিনিধিঃ
সমবানী প্রতিবেদক, সিলেট

ধারাবাহিক প্রকাশনার অংশ হিসেবে বিজয় চিরন্তন ২০২৪ বেরিয়েছে বাজারে।
সংকলনটি সম্পাদনা করেছেন সাংবাদিক ও লেখক আকাশ চৌধুরী।
শনিবার বিকেলে মুক্তিযুদ্ধবিষয়ক এ সংকলনটি প্রকাশিত হয়। এতে বিজয় দিবসের দিন জাতির উদ্দেশে দেয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস- এর ভাষণ স্থান পেয়েছে।
স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, কবি নির্মলেন্দু গুণ, প্রাবন্ধিক ও দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবুল মোমেন, অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, চলচ্চিত্র নির্মাতা আফজাল হোসেন, কবি ও দৈনিক কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, কবি বিমল গুহ, কবি আব্দুল হাই শিকদার, কবি রেজাউদ্দিন স্টালিন, সাংবাদিক আফতাব চৌধুরী, সাংবাদিক ও সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়ালসহ ৩৮ জন লেখকের গুরুত্বপূর্ণ কলাম।
প্রসঙ্গত, দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি সাংবাদিক আকাশ চৌধুরী ২০১৫ সাল থেকে “বিজয় চিরন্তন” নামে এ সংকলনটি সম্পাদনা করে আসছেন।
তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জের সম্ভ্রান্ত পরিবারের সন্তান।
প্রয়াত শিক্ষানুরাগী ইউনুস আলী মাস্টার এর পুত্র। লেখক এর বাবা শিক্ষকতার পাশাপাশি লেখালেখি করতেন সেই ব্রিটিশ আমলে। আর মায়ের নেশা ছিল গল্পের বইয়ে। সেখান থেকেই লেখালেখির প্রেরণা যুগায় লেখক আকাশ চৌধুরীর।
লেখালেখি শুরু থেকেই উৎসাহ উদ্দীপনা দেন গুণীজনরা। যার কারণে কষ্টার্জিত অর্থ ব্যায় করে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে তার সংকলনের প্রকাশনা।
বিজয় চিরন্তন সংকলনটি দেশ-বিদেশের গুণীজনদের কাছে দীর্ঘদিন থেকে বেশ পরিচিত।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.