শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ঘাষ কাটতে বাধা দেওয়াই কাল হল সবজি চাষীর

০ টি মন্তব্য 4 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
print news | ঘাষ কাটতে বাধা দেওয়াই কাল হল সবজি চাষীর | সমবানী

কুড়িগ্রামের চিলমারীতে এক সবজি চাষীর স্বপ্নের ক্ষেত লন্ডভন্ড করে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলে ক্ষেতের ২৬শ’ গাছ গোড়া থেকে কেটে দেয়া হয়েছে। এতে ওই চাষীর দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত চাষী ফরিদ রেজা ফুয়াদ (২৮) জানান, উপজেলার রেলওয়ে স্টেশন এলাকায় জনৈক আহসানুর রহমানের ৭০ শতাংশ জমি ৬০ হাজার টাকায় লীজ গ্রহণ করেন তিনি।

সেই জমিতে অনেক স্বপ্ন নিয়ে লাউ, পেঁপে, শষা, ঝিঙা, ঢেড়স, বটবটি, বেগুন, ফুলকপি ও বাধাকপিসহ বিভিন্ন জাতের সবজি চাষ করেন। কিছু কিছু সবজি উত্তোলনও শুরু করেছিলেন। কিন্ত প্রতিহিংসাবশত: সেই জমির সমস্ত গাছের গোড়া কেটে ফেলায় চোখে অন্ধকার দেখছেন চাষী ফরিদ রেজা ফুয়াদ।

এ ঘটনায় বায়োজিদ মিয়া (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে চিলমারী থানায় অভিযোগ দায়ের করেছেন ফরিদ রেজা ফুয়াদের ছোট ভাই আহাদ আলী।

অভিযোগ সুত্রে জানা গেছে, বেশ কয়েকদিন পূর্বে অভিযুক্ত বায়োজিদ মিয়া বেড়া টপকে সবজি ক্ষেতে ঢুকে ঘাস কাটতে যায়। এসময় সবজি ক্ষেতের দেখাশুনার দায়িত্বে থাকা মিঠুন ও লিমন বাঁধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। অভিযুক্ত বায়োজিদ মিয়া দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়।

অভিযোগকারী আহাদ আলী জানান, আমরা ক্ষেতে গিয়ে হতভম্ব হয়ে যাই। সব গাছের গোড়া কেটে ফেলা হয়েছে। এটা বায়েজিদ ছাড়া আর কেউ করতে পারে না। আমরা ক্ষতিপূরণসহ উপযুক্ত বিচার চাই।

চাষী ফরিদ রেজা ফুয়াদ বলেন, আমি সর্বশান্ত হয়ে গেছি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তসহ অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেছেন।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা প্রণয় কুমার বিষাণ দাস বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা ক্ষতিগ্রস্থ ক্ষেত পরিদর্শন করেছি। ওই কৃষককে কৃষি অফিসের পক্ষ থেকে সহযোগীতা করার আশ্বাস দেন তিনি।
এ বিষয়ে চিলমারী থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading