সিলেটের বন্দরবাজারে ডাকাতির প্রস্তুতি অস্ত্রসহ হাতেনাতে আটক ডাকাত দলের ৬ সদস্য
প্রতিনিধিঃ
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট

সিলেটের বন্দরবাজার থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য কে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানা পুলিশ।
পুলিশ জানায়, গত২১ মে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের কোতোয়ালী থানা পুলিশের অফিসার ইনচার্জ জিয়াউল হক সংবাদ পান বন্দরবাজার এলাকায় একটি ডাকাত দল প্রবেশ করেছে।
অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিয়ে ঘুরছে এমন সংবাদের ভিত্তিতে দিক নির্দেশনা দিয়ে তাৎক্ষণিক কোতোয়ালি থানা পুলিশের চৌকস সাব ইন্সপেক্টর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবাদুল্লাহর নেতৃত্বে পুলিশ মোতায়ন করা হয় বন্দরবাজার এলাকায় শুরু হয় চিরুনি অভিযান। অবশেষে পালিয়ে যাওয়ার সময় বোরহান উদ্দিন মার্কেটের সামন থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক করা হয় আন্তজেলা জেলা ডাকাত দলের ৬সদস্য কে।
আটকৃত হলোমোঃ নাজিম উদ্দিন (২৭) পিতা- ইউনুস মিয়া, মাতা- নাজমা বেগম, সাং-আইটপাড়া, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, বর্তমানে-কাস্তরাইল, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ২। কাউসার আহমদ (৩০) পিতা- শাহজান মিয়া, মাতা- রাহেলা বেগম, সাং-পাঠানটুলা, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, ৩। রাজু মিয়া (২১) পিতা- শামীম মিয়া, মাতা- বিলকিস বেগম, সাং-হরিপুর, থানা-শায়েস্তাগঞ্জ, জেলা-হবিগঞ্জ, বর্তমানে-কুমারপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ৪। শুভ আহমদ (২৬) পিতা- হোসেন মিয়া, মাতা-রোশনা বেগম, সাং-সিলাম, মাঝপাড়া, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট, ৫।
স্বপন আহমদ (২৫) পিতা- কালাই মিয়া, মাতা-শেলী বেগম, সাং-বেতের বাজার ,থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ৬। সাগর মিয়া (৩০) পিতা- আব্দুস সালাম, মাতা-নূর জাহান বেগম, সাং-বাজিতপুর, নান্দিনা, থানা-বাজিতপুর, জেলা- কিশোরগঞ্জ, বর্তমানে-কুমারপাড়া, মইন মিয়ার কলোনী, থানা-কোতোয়ালী। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া সাইফুল ইসলাম ( পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.