শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর মুক্তির দাবিতে নীলফামারীতে বিএনপি আইনজীবী ফোরামের বিক্ষোভ
প্রতিনিধিঃ
লিটন সরকার, নীলফামারী।

সাবেক সাংসদ সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে দায়ের করা “মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নীলফামারী জেলা ইউনিট।
আজ বুধবার ( ৩০ এপ্রিল ) দুপুর ২ টায় জেলা আইনজীবী ফোরামের ব্যানারে এই বিক্ষোভ মিছিলটি জেলা আদালত চত্বর হতে বের হয়ে শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ব্যানার হাতে মিছিল করেন এবং শাহরিন ইসলাম চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
আইনজীবীরা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সরকারের নির্দেশনায় রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে শামসুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। বক্তারা তার জামিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে প্রেরণ করাকে “আইনের অপব্যবহার” হিসেবে উল্লেখ করেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত আইনজীবীরা বলেন,
“গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে আমরা আইনি ও রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলব।”
মিছিলে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ছবিসংবলিত ব্যানার প্রদর্শিত হয়, যাতে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি আইনজীবী ফোরামের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.