সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বেতাগীতে শাক-সবজিসহ নিত্যপন্যের দাম নাগালের বাহিরে,  ভ্রাম্যমান আদালতে জরিমানা

০ টি মন্তব্য 35 ভিউ 9 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

লিটন কুমার ঢালী, বেতাগী, বরগুনা
print news | বেতাগীতে শাক-সবজিসহ নিত্যপন্যের দাম নাগালের বাহিরে,  ভ্রাম্যমান আদালতে জরিমানা | সমবানী

বরগুনার বেতাগী শাক- সবজি বাজারে শীতকালীন সকল ধরণের শাক- সবজির দেখা মিললেও গত কয়েকদিন এসবেরর দাম নাগালের বাহিরে। কাঁচা মরিচ, টমেটো, ধনিয়াপাতার দাম ঊর্ধ্বমুখী এবং এর সাথে অন্যান্য শাক-সবজির দাও চড়া। শীত মৌসুম শুরুর আগেই হঠাৎ করে সকল শাক-সবজির দাম এতোটা বেড়েছে যা অতীতের সব রেকর্ড ভঙ্গ কনেছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বেতাগী পৌর শহর বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ। এসময় ডিমসহ কিছু নিত্য প্রয়োজনীয় পন্যের সরকার কর্তৃক নির্ধারিত দামের তালিকা না থাকায় এবং অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে কয়েকজন বিক্রেতাতে জরিমানা করেন।

বেতাগীতে শাক-সবজিসহ নিত্যপন্যের দাম নাগালের বাহিরে, ভ্রাম্যমান আদালতে জরিমানা

গত দুই দিন ধরে সকালে ও বিকেলে বরগুনার বেতাগী পৌর শহরে বেশ কয়েকটি সবজির বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। এসব বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৪০০ টাকা এবং ধনিয়া পাতা ৪০০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।

বেতাগী পৌর শহরের বাজারের সবজি বিক্রেতা মো. নাসির উদ্দিন ও মো. আলী আকন বলেন, গত দুই দিন আগে কাঁচা মরিচের মানভেদে ২০০- ২৪০ টাকা কেজি বিক্রি করেছি। কিন্তু বর্তমানে আমরা পাইকারী বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে। একারণে খুচরা বাজারেও বেশিতে বিক্রি হচ্ছে।

মো: নাইম হাসান নামে আরেকজন সবজি বিক্রেতা বলেন, আমরা বরিশালের পাইকারি বাজার থেকে সবজি আনি। ওইখানেই দাম অনেক বেশি। পাইকারিতে দাম না কমলে আমগো হাতে কিছু নাই।’

বেতাগীতে শাক-সবজিসহ নিত্যপন্যের দাম নাগালের বাহিরে, ভ্রাম্যমান আদালতে জরিমানা

হঠাৎ দাম বৃদ্ধির ফলে বিপাকে পড়েছেন অনেক সাধারণ মানুষ ৷ সবজি বাজারে এই প্রতিবেদকের তথ্য সংগ্রহকালে বাজার করতে আসা বেতাগী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মানিক মৃধা নামে এক ক্রেতার সঙ্গে কথা হয় । তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, আড়াই শ গ্রাম কাঁচা মরিচ ১০০ টাকা! চিন্তা করা যায়? সব কিছুর দাম বাড়তি। এইভাবে দেশ চলে নাকি?

সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, শুধু কাঁচামরিচ নয়, সব ধরনের সবজির দামই চড়া। একমাত্র পেঁপে পাওয়া যাচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে। বাজারে এই পেঁপে জাত ও আকারভেদে আবার এই পেঁপেই বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজি দরে৷ অন্যান্য সব সবজির দাম ৬০ টাকার বেশি।

বাজারে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা দরে৷ শশার কেজি ৮০ টাকা, লতি ৭০-৮০ টাকা কেজি, ঢেঁড়স ৬০ টাকা কেজি, পটল ৮০ টাকা, মূলা ৬০ টাকা, করল্লা ৮০ টাকা, উস্তা ৭০-৮০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, কাঁকরোল ৮০ টাকা।বেগুন বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা।

এবিষয় বেতাগী পৌর শহরের কাঁচা বাজারের পাইকারি বিক্রেতা মহারাজ সিকদার বলেন,’ গত কয়েকদিন ধরে বরিশাল থেকে বেশি দামে আমাদের আড়তে সকল ধরণের সবজি কিনতে হচ্ছে। এজন্য খুচরা বিক্রেতাদের বেশি টাকা গুনতে হচ্ছে। তবে শিকগিরই দাম কমার সম্ভাবনা রয়েছে।’

এবিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন,’ কোন দোকানদার নিজের ইচ্ছে মত বেশিতে কোন পন্য বিক্রি করতে পারবে না। এজন্য বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হচ্ছে। বেশিতে পন্য বিক্রির প্রমান পাওয়া গেলে ভ্রাম্যমান আদালতে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading