পহেলা বৈশাখে বাংলাহিলি ড্রিমল্যান্ড স্কুলে পান্তা উৎসব
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ করে নিতে দেশজুড়ে চলছে নানা আয়োজন। এই উৎসবের একটি অন্যতম অংশ হলো পান্তা ও বিভিন্ন রকম ভর্তা। তারই ধারাবাহিকতায় দিনাজপুরের হিলিতে বাংলাহিলি ড্রিমল্যান্ড স্কুলে পান্তা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সাড়ে ১০টায় হাকিমপুর উপজেলার থানা রোডে অবস্থিত স্কুলের নিজস্ব ক্যাম্পাসে এই পান্তা উৎসব আয়োজন করে কর্তৃপক্ষ।যেখানে অংশগ্রহণ করেন স্কুলের শিক্ষার্থী,অভিভাবক, সমাজের বিভিন্ন পেশার মানুষ, সাংবাদিকসহ স্থানীয়রা।
অনুষ্ঠানের শুরুতে আগতদের পান্তা ভাত, মাছ ভাজা,আলুর ভর্তায় আপ্যায়ন করা হয়। এতে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। পরে স্কুল কক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্য, আবৃত্তি,গজল উপভোগ করেন অতিথিরা। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ ও চকলেট তুলে দেন সমাজসেবক জাবেদ হোসেন রাসেল।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.