লালমোহনে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
প্রতিনিধিঃ
ইউসুফ আহমেদ, লালমোহন (ভোলা)

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা এলাকার উকিল বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত দুইজন ওই বাড়ির মো. রাকিবের ৭ বছরের ছেলে মো. জুনায়েদ এবং মো. আনাছের ৮ বছরের ছেলে মো. শাহিদ। শিশু দু’জনের মৃত্যুতে স্বজনদের গগণবিদারী আর্তনাদে ভারি হয়ে ওঠেছে এলাকা। শোকে কাতর পরিবার-পরিজন।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের স্বজনদের আহাজারি।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে গোসল করতে যায় ওই দুই শিশু। এর কিছুক্ষণ পর ওই বাড়ির মনির নামে এক যুবক পুকুরে গোসল করতে নামলে একজনকে ডুবন্ত অবস্থায় দেখে উদ্ধার করেন। পরে তিনি ডাকচিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে পুকুর থেকে অপর শিশুকেও উদ্ধার করেন। এরপর তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু দু’জনকেই মৃত ঘোষণা করেন।

লালমোহন থানা, ফাইল ছবি
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, একইসঙ্গে দুই শিশুর মৃত্যু একটি মর্মান্তিক ঘটনা। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি ফোর্স পাঠিয়েছি। কোনো অভিযোগ না থাকায় শিশু দু’জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.