আতঙ্কের নাম ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার ইউট্রান, আইল্যান্ড নির্মাণের দাবীতে এলাকাবসীর মানববন্ধন
প্রতিনিধিঃ
মোঃ শাহাদত হোসাইন, শ্রীপুর, গাজীপুর।

ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের চার লাইনের উন্নতি হওয়ার পর থেকে চলাচলের যেমন বেড়েছে গতি, এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সড়ক দুর্ঘটনাও। মহাসড়কের জৈনা বাজার অংশে ইউট্রানটি রীতিমতো হয়ে উঠেছে আতঙ্কের কারণ।এই ইউট্রানে যেন থামছে না দুর্ঘটনা বাড়ছে মৃত্যুর মিছিল। ইউট্রানটি এখন মরণ ফাঁদে পরিনত হচ্ছে। মহাসড়কে দুর্ঘটনা বিরুদ্বে প্রতিবাদ ও ইউট্রানে আইল্যান্ড নির্মাণে জন্য মানববন্ধনে নেমেছে স্থানীয় এলাকাবাসী।
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার সংলগ্ন ইউট্রানে মহাসড়কের দুর্ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ ও আইল্যান্ড নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। এতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে হয়ে যায় প্রায় ১ ঘন্টা।
শুক্রবার (১৬মে ) দুপুরে ২টায় উপজেলার জৈনা বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। পরে বিকাল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, এ ইউট্রানে প্রতিনিয়ত দুর্ঘটনায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। অকালে ঝরছে প্রাণ। তার পরও কর্তৃপক্ষ টনক নড়ছে না। ঢাকা -ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজারে দ্রুত সময়ের মধ্যে ইউট্রানে আইল্যান্ড নির্মান দাবি জানান।
স্থানীয়রা আরো বলেন,শিশুতোষ বিদ্যাঘরের পাশে যে ইউট্রান একটি মৃত্যুকূপ। এখানে প্রায় প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার এক দিনে দুটি সড়ক দুর্ঘটনা হয়েছে। একজন ভ্যানচালক মারা গেছেন। অপর দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হন। এখানে প্রতি মাসে কয়েকজন মানুষের মৃত্যু হচ্ছে। তাই মহাসড়কের এই স্থানে দ্রুত স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানাচ্ছি।
মানববন্ধন চলাকালে ছুটে আসেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক তিনি বলেন, আমি শুনেছি প্রতিনিয়ত এই ইউট্রানে দুর্ঘটনা ঘটে থাকে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা সঙ্গে কথা বলেছি এ ব্যাপারটি নিয়ে।তিনি আমাকে জানিয়েছেন এ বিষয় নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবেন। দ্রুত সময়ের মধ্যে এখানে আইল্যান্ড নির্মাণ হবে এমন আশ্বাস দিয়েছেন তিনি। পরে মানববন্ধনে অংশগ্রহণকারীদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চালচল স্বাভাবিক করা হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.