চরফ্যাসন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ব্যানার ঝুলিয়ে দখলে নিল এন সি পি
প্রতিনিধিঃ
খুরশীদ আলম, চরফ্যাসন, ভোলা।

ভোলার চরফ্যাসন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ব্যানার ঝুলিয়ে দখলে নিল এন সি পি (জাতীয় নাগরিক পার্টি ) জুলাই বিপ্লব ২০২৪ পরবর্তী সময় থেকে দীর্ঘদিন ধরে সারা দেশের ন্যায় চরফ্যাশনের আওয়ামী লীগের দলীয় এই কার্যালয় টি পরিত্যক্ত ছিল। সম্প্রতি তিন তলা এই ভবন টি দখল নিয়ে নিজেদের সাইন বোড ঝুলিয়ে দলীয় কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতা কর্মীরা। আওয়ামী লীগের দলীয় কার্যালয় দখল করে এনসিপির কার্যালয় করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা হিসাব নিকাশ।
শনিবার অদৃশ্য এক শক্তির বলয়ে থেকে চরফ্যাশন পৌর সদরের কলেজ রোডস্হ আ ওয়ামী লীগের দলীয় কার্যালয় দখল করা হয়।
জানাযায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পরিত্যক্ত পড়েছিলো আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি। সরকার পতনের ৯ মাস পর শনিবার জাতীয় নাগরিক পার্টির চরফ্যাশন উপজেলার প্রতিনিধি দাবী করে অহিদ ফয়সাল নামের এক নেতার নেতৃত্বে আওয়ামী লীগের দলীয় কার্যলয়টি জবর-দখল করে নিজেদের কার্যালয়ের সাইনবোর্ড সাটিয়ে কার্যক্রম শুরু করেন জাতীয় নাগরিক পার্টি এন সি পি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে আওয়ামী লীগের তিন তল ভবন দখলে নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবীর কর্মসুচির প্রস্তুতিমূলক সভা করছেন এনসিপির নেতারা। ভবনের ছাদে মাইক টাঙিয়ে চালানো হচ্ছে এনসিপির প্রচার প্রচারণা।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক মুক্তিযোদ্ধা আক্ষেপ করে বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার দল। স্বাধীনার ৫৪ বছরে এই প্রথম কোন দলের নেতাকর্মীরা আওয়ামী লীগ অফিস দখল করে নিজের দলীয় কার্যক্রম করছেন। এটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন বিহীন ও নেক্কারজনক ঘটনা।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক শিক্ষক বলেন, ৫ আগস্টের বিপ্লব হয়েছিল ন্যায়-নীতি প্রতিষ্ঠার জন্য সেখানে অন্যায়ভাবে কারো কিছু দখল করা সুশাসনের পরিপন্থি।
এনসিপির চরফ্যাশন উপজেলার প্রতিনিধি দাবীদার অহিদ ফয়সাল জানান, এনসিপির দলীয় কার্যক্রম পরিচালনার জন্য চরফ্যাশন উপজেলার এনসিপির নেতা আমজাত হাবিব, নুরে আলম নাসিম, শরিফ হোসাইন ও মো. শাহাবুদ্দিনকে সঙ্গে নিয়ে তারা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় দখলে নিয়েছেন। এখন থেকে চরফ্যাশনে এনসিপির দলীয় সকল কার্যক্রম এখান থেকেই পরিচালিত হবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.