জাগোনারী’র উদ্যোগে আন্তর্জাতিক শিশু দিবস পালিত।।
প্রতিনিধিঃ
মো.জহিরুল ইসলাম, কুয়াকাটা

পটুয়াখালীর কলাপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী’র উদ্যোগে সেইভ দ্য চিলড্রেনের আর্থিক ও রাইমস্’র কারিগরি সহায়তায় ‘প্রত্যেক শিশুর জন্য সকল অধিকার’–স্লোগানকে সামনে রেখে দেশীয় পেক্ষাপটে আন্তর্জাতিক শিশু দিবস-২০২৪ পালিত হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলার ডাবলুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সেকেন্ডারি বিদ্যালয়ের প্রায় শতাধিক শিশু,স্থানীয় সেচ্ছাসেবক, শিক্ষক,এস এম সির সদস্য,অবিভাবক, ইউপি সদস্যবৃন্দ ও জাগোনারী’র কর্মকর্তাদের অংশগ্রহণে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে ডালবুগঞ্জ সেকন্ডারী স্কুল এন্ড কলেজ এর সামনে থেকে একটি র্যালী বের হয়ে ডাবলুগঞ্জ বাজার ও পরিষদ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাবলুগঞ্জ সেকেন্ডারি বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় জাগোনারী’র সহকারী প্রকল্প কর্মকর্তা মো.ফিরোজ মাহমুদের সঞ্চালনায় ও ডাবলুগঞ্জ সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আকতার ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ডাবলুগঞ্জ ইউপি চেয়ারম্যান মাও: হেদায়েত উল্লাহ।
এছাড়াও বক্তব্য দেন জাগোনারী’র প্রজেক্ট অফিসার কিশোর কুমার দাস,ইউপি সদস্য মো.সোহেল হাওলাদার স্থানীয়স্বেচ্ছাসেবী সংগঠনে ডালবুগঞ্জ যুব উন্নয়ন ক্লাবের মো: সজীব এস এম সির মো : মনিরুজ্জামান, শিক্ষক সৈয়দা তানবিন জাহান, শিশু সংগঠক মো: রাকিব প্রমুখ।
সভায় বক্তারা সকল শিশুর অধিকার ও সুরক্ষার কথা উল্লেখ করে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। দুর্যোগের আগাম প্রস্ততিতে শিশু ও নারীদের বিষয়ে অগ্রাধিকার দেওয়া।
সভায় বক্তারা জাতিসংঘের শিশু অধিকার আইন, জাতীয় শিশু নীতিমালা, শিশু সুরক্ষা, শিশু শ্রম ও যৌন হয়রানী বন্ধ সহ সকল ক্ষেত্রে শিশুর অংশগ্রহণ নিশ্চিত করন বাস্তবায়ন করতে হবে।
অনুষ্ঠানের শেষভাগে জাগোনারী’র সহকারী প্রকল্প কর্মকর্তা মো. রহমউল্লাহ ও জাকিয়া আক্তারের সঞ্চালনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়,বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.