মোংলা বন্দরে ৫ কোটি টাকার অবৈধ সিগারেট জব্দ
প্রতিনিধিঃ
কাজী ওমর ফারুক, মোংলা

ঘোষণায় ছিল রিবন বা ফিতা, কিন্তু কন্টেইনার খুলতেই বের হলো ৭৮ লাখ শলাকা বিদেশি সিগারেট। মোংলা বন্দরে পণ্য আমদানির ঘোষণার সঙ্গে গরমিল করে আসা এই বিপুল পরিমাণ অবৈধ সিগারেটের চালান জব্দ করেছে কাস্টম হাউস।
বুধবার (১৪ মে) সকালে মোংলা কাস্টম হাউসের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগের দিন, মঙ্গলবার সন্ধ্যায় কাস্টম কর্মকর্তারা কনটেইনারটি খুলে দেখেন—ঘোষণার রিবনের বদলে ভেতরে রয়েছে ওরিস সিলভার ব্র্যান্ডের সিগারেট।
কাস্টমস সূত্র জানায়, পিআইএল বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে আসা ২০ ফুট দৈর্ঘ্যের এই কনটেইনারটি মুন্নি এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের নামে এসেছে। কনটেইনারে থাকা ৩৯০টি প্যাকেজের প্রতিটিতেই সিগারেট ছিল। এসব সিগারেটের বাজারমূল্য প্রাথমিকভাবে ধরা হয়েছে ৫ কোটি ৪ লাখ ৫৬ হাজার ৪০৬ টাকা।
মোংলা কাস্টম হাউসের কমিশনার মুহম্মদ শফিউজ্জামান বলেন, “ঘোষণায় গরমিল ও শুল্ক ফাঁকির সুস্পষ্ট চেষ্টা ছিল। কাস্টমস আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, “আমাদের নজরদারি জোরদার করা হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ এভাবে প্রতারণা করতে না পারে। মোংলা বন্দরের নিরাপত্তা ও রাজস্ব রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।
এ ঘটনায় বন্দর এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, কাস্টমস হাউসের তৎপরতায় মোংলা বন্দরের ভাবমূর্তি সুরক্ষিত থাকবে এবং অবৈধ বাণিজ্য চক্রকে নিরুৎসাহিত করা সম্ভব হবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.