শনিবার, ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পে বেতন-বোনাসসহ ৫ দফা দাবিতে নীলফামারীতে মানববন্ধন

০ টি মন্তব্য 2 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

লিটন সরকার, নীলফামারী।
print news | মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পে বেতন-বোনাসসহ ৫ দফা দাবিতে নীলফামারীতে মানববন্ধন | সমবানী

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (অষ্টম পর্যায়)” প্রকল্পের দ্রুত অনুমোদন এবং জানুয়ারি ২০২৫ হতে বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ পাঁচ দফা দাবিতে নীলফামারীতে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেছেন।

আজ (১৭ মে) শনিবার সকাল ১০টায় নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলার ছয়টি উপজেলার শিক্ষক, কেয়ারটেকার ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারী সংগঠনের সভাপতি মো. মাসুদ রানা, নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি আল ফারুক আব্দুল লতিফ, এবং উক্ত সংগঠনের সুপারভাইজার মো. তৌহিদুল ইসলামসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ।

তাদের ৫ দফা দাবি হলো:
১. অষ্টম পর্যায় প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুল আযহার পূর্বে প্রকল্প সংশ্লিষ্ট সকল জনবলের ৫ মাসের বকেয়া বেতন-ভাতা ও বোনাস প্রদান করা।
২. প্রকল্পের সকল জনবলকে তাদের পদসহ রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা।
৩. সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায়ে সক্রিয়ভাবে স্থানান্তর করা।
৪. কেয়ারটেকার ও কর্মচারীদের স্কেলভুক্ত বেতন-ভাতা প্রদান করা।
৫. শিক্ষকদের সম্মানজনক হারে বেতন-ভাতা বৃদ্ধি করা।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা ন্যূনতম সম্মানী ভাতায় কাজ করে যাচ্ছেন, অথচ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর থেকে কোনো বেতন-ভাতা পাচ্ছেন না। এতে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে দিনাতিপাত করছেন। ঈদের আগে বকেয়া বেতন-বোনাস পরিশোধ না হলে তারা পরিবার নিয়ে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading