মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পে বেতন-বোনাসসহ ৫ দফা দাবিতে নীলফামারীতে মানববন্ধন
প্রতিনিধিঃ
লিটন সরকার, নীলফামারী।

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (অষ্টম পর্যায়)” প্রকল্পের দ্রুত অনুমোদন এবং জানুয়ারি ২০২৫ হতে বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ পাঁচ দফা দাবিতে নীলফামারীতে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেছেন।
আজ (১৭ মে) শনিবার সকাল ১০টায় নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলার ছয়টি উপজেলার শিক্ষক, কেয়ারটেকার ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারী সংগঠনের সভাপতি মো. মাসুদ রানা, নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি আল ফারুক আব্দুল লতিফ, এবং উক্ত সংগঠনের সুপারভাইজার মো. তৌহিদুল ইসলামসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ।
তাদের ৫ দফা দাবি হলো:
১. অষ্টম পর্যায় প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুল আযহার পূর্বে প্রকল্প সংশ্লিষ্ট সকল জনবলের ৫ মাসের বকেয়া বেতন-ভাতা ও বোনাস প্রদান করা।
২. প্রকল্পের সকল জনবলকে তাদের পদসহ রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা।
৩. সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায়ে সক্রিয়ভাবে স্থানান্তর করা।
৪. কেয়ারটেকার ও কর্মচারীদের স্কেলভুক্ত বেতন-ভাতা প্রদান করা।
৫. শিক্ষকদের সম্মানজনক হারে বেতন-ভাতা বৃদ্ধি করা।
এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা ন্যূনতম সম্মানী ভাতায় কাজ করে যাচ্ছেন, অথচ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর থেকে কোনো বেতন-ভাতা পাচ্ছেন না। এতে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে দিনাতিপাত করছেন। ঈদের আগে বকেয়া বেতন-বোনাস পরিশোধ না হলে তারা পরিবার নিয়ে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.