কাউখালীতে লামফ্রি স্কিন ডিজিস রোগে গবাদি পশু মারা যাচ্ছে
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।

পিরোজপুরের কাউখালীতে গবাদিপশুর লামফ্রী স্ক্রিন ডিজিজ রোগে গবাদি পশু মারা যাচ্ছে। খামারী ও ব্যবসায়ী ও ব্যাক্তি মালিকানা পর্যায়ে গবাদি পশু পালন করছেন ,তারা এখন দূরচিন্তায় রয়েছেন। জানা গেছে এ উপজেলায় গত দুই সপ্তাহ ধরে লামফ্রি স্কীন ডিজিস ভাইরাস রোগে আক্রান্ত হয়ে প্রায় শতাধিক গবাদি পশু মারা যায় এবং প্রায় ২ হাজারের মতো গবাদি পশু এ রোগে আক্রান্ত হবার খরব পাওয়া গেছে।
জানা গেছে উপজেলার শিয়ালকাঠী এলাকার গবাদি পশুর ব্যবসায়ী মাসুম বিল্লাহ জানায় এ রোগ হলে গরুর জ্বর, মুখে, পায়ে, পেটেসহ বিভিন্ন জায়গায় ক্ষত দেখা যায়। খামারী মালিক মোহাম্মদ লোকমান জানায়, তার ৭/৮ টি গরুর মধ্যে ৩ টি গরু এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখমুখি রয়েছে।
উপজেলার জোলাগাতী গ্রামের মিরাজ খন্দকার ও মাহাবুব দর্জি জানান তাদের দুইটি গরু দীর্ঘদিন চিকিৎসার করেও বাঁচানো সম্ভব হয়নি। এব্যাপারে উপজেলা উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা শিশির রায় জানান, এ রোগে এ উপজেলার অনেক গবাদি পশু মারা যাবার খবর পাওয়া গেছে এবং অনেক গবাদি পশু
আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। এই রোগে ১৫ দিন থেকে ছয় মাসের বাছুর গরু বেশি আক্রান্ত হয়। এ রোগের চিকিৎসার কোনো ভ্যাকসিন পাওয়া যায়নি। এ রোগের লক্ষণ মুখ থেকে লালা পড়ে, গায়ে জ্বর ও শরীরে ক্ষত দেখা যায়। এ রোগের প্রতিশোধক কোনো টিকা এবং চিকিৎসার কোনো ব্যবস্থা এখানো বের হয়নি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোমা সরকার জানান, এ রোগে আক্রান্ত হলে কোন চিকিৎসা নেই। পাবলিকদের সচেতন হতে হবে এবং গবাদি পশুর সুস্থ অবস্থায় ভ্যাকসিন দিতে হবে। তারপরও আমরা এ রোগে আক্রান্ত হলে চিকিৎসা সেবা প্রদান করি।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.