পিরোজপুরে একটি ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার।
প্রতিনিধিঃ
পিরোজপুর

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন এর নেতৃত্বে সদর থানা পুলিশ ও ডিবির বিশেষ অভিযানে শহরের মাছিমপুর বলাকা ক্লাব রোডের নাছিমা মঞ্জিল নামক বাসা হতে ১০৫ বোতল ফিন্সিডিল উদ্ধার করা হয়,এর আগে পিরোজপুর সদর পুলিশ ও ডিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মোঃ রমজান শিকদার ওরফে ফেন্সি রমজান পালিয়ে যায়। সে পিরোজপুর শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে নাম-পরিচয় গোপন করে দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মাদক মামলা সহ অন্যান্য মামলা রয়েছে।
উদ্ধার অভিযান শেষে পিরোজপুর সদর থানায় প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন্স বলেন, বুধবার বেলা ১১ঃ০০ টায় গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে পিরোজপুর সদর থানায় নিয়মিত মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। পিরোজপুর জেলায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আরও পড়ুন
- হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাওয়া ওসির সোর্স সেই যুবলীগ নেতা দুই সহোদরসহ কারাগারে!
- হোয়াটসঅ্যাপে অডিও ও ভিডিও কলের লিংক তৈরি করে পাঠাবেন যেভাবে
- হোটেল শ্রমিক ফালান মামলায় তিন আসামির যাবজ্জীবন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.