কাউখালীতে নারীদের মধ্যে হিজাব ও কুরআন মাজিদ বিতরণ
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।

সামাজিক সংগঠন সম্প্রীতি মানুষের জন্য সমাজের উদ্যোগে বিশ্ব হিজাব দিবস ও পবিত্র রমজান উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মহিলা শিক্ষক ও সাধারণ নারীদের মাঝে হিজাব ও কোরআন মাজিদের বঙ্গানুবাদ বিতরণ করা হয়।
১৭ মার্চ সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তন সম্প্রীতি মানুষের জন্য ‘সমাজ’ এর চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ নুরুজ্জামান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির।
শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রীতি মানুষের জন্য সমাজ এর উপদেষ্টা মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম , বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক হুমায়ুন কবির, ঢাকাস্থ কাউখালী ফাউন্ডেশন এর সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আলফে সানী।
জোলাগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মারুফ বিল্লাহর সঞ্চালায় বক্তব্য রাখেন, কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান, সারোয়ার হোসেন মাস্টার, উত্তর হোগলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল মামুন হোসেন, কচুয়াকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগম, কাউখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুয়ারা বেগম, সহকারী শিক্ষক মোঃ জুয়েল হোসেন, আল আমিন হোসেন, শাহজালাল ফকির প্রমুখ।
অনুষ্ঠান শেষে ১৫০ জন নারীদের মধ্যে বঙ্গানুবাদ কোরআন, হিজাব ও পর্দা সম্পর্কিত ইসলামী কিতাব বিতরণ করা হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.