মেডিকেলে সুযোগ পাওয়া আরিফুলের ভর্তির দায়িত্ব নিলেন জেলা প্রশাসক সাবেত আলী
প্রতিনিধিঃ
মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড়

মেডিকেলে সুযোগ পাওয়া আরিফুল ইসলামের ভর্তির দায়িত্ব নিলেন জেলা প্রশাসক সাবেত আলী
নীলফামারী মেডিকেল কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থী আরিফুল ইসলামের ভর্তির দায়িত্ব নিয়েছেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী। শুক্রবার (১৫ মার্চ) নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন তিনি । টাকার অভাবে এ মেধাবী শিক্ষার্থীর ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল।
আরিফুল ইসলাম বলেন, ‘‘মেডিকেলে পড়ব সেই স্বপ্ন ছোট থেকেই ছিল। নীলফামারী মেডিকেল কলেজে ভর্তির জন্য চূড়ান্ত হলেও টাকার অভাবে ভেস্তে যেতে বসেছিল। পরে জেলা প্রশাসন ভর্তির জন্য আর্থিকভাবে সহায়তার হাত বাড়িয়ে দেন। যেভাবে সবার সহযোগিতা পেয়েছি, একজন ভালো চিকিৎসক হয়ে আমিও অন্যদের সহযোগিতা করব।’’
আরিফুলের মা মিনারা বেগম বলেন, ‘‘ দিনমজুরের কাজ করে সংসার চালাই আমরা। অভাবের সংসারে টানাপোড়নের মাধ্যমে আরিফুকে পড়ালেখা করিয়েছি। সে এখন মেডিকেল কলেজে ভর্তি হবে। আমি চাই, সেও যেন ভবিষ্যতে অন্যের উপকারে এগিয়ে আসে।’’
পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী বলেন, ‘‘মেধাবী শিক্ষার্থী আরিফুলের মেডিকেলে ভর্তির সুযোগ পেলেও টাকার অভাবে ভেস্তে যেতে বসেছিল। বিষয়টি নজরে আসার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। প্রাথমিকভাবে ভর্তিসহ আনুসাঙ্গিক খরচের জন্য আমরা তাকে সহায়তা করেছি। ভবিষ্যতে যেকোনো প্রয়োজন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন তার পাশে থাকবে। শুধু আরিফুলের ক্ষেত্রে নয়, জেলার প্রতিভাবান শিক্ষার্থীদের তাদের শিক্ষাজীবনের প্রতিবন্ধকতা দূর করতে যা প্রয়োজন জেলা প্রশাসন সেই উদ্যোগ গ্রহণ করবে।’’
আরিফুল ইসলাম পঞ্চগড় জেলার সদর উপজেলার আমলাহার এলাকার বাসিন্দা । তাঁর পিতা হরজুল ইসলাম পেশায় একজন বালু শ্রমিক, এবং তাঁর মা মিনারা বেগম একজন নারী শ্রমিক। টানাপোড়েনের সংসারে দারিদ্রতার বিরুদ্ধে সীমাহীন সংগ্রাম করে আরিফুলকে এই পর্যন্ত নিয়ে এসেছেন তারা।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.