জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
লিটন সরকার, নীলফামারী

“দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস কর ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই।” — এই স্লোগানকে সামনে রেখে আজ সোমবার (২৮ এপ্রিল ) সকাল ৯ ঘটিকায় নীলফামারী জেলা জজ আদালত প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি এবং নীলফামারীর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবুল মনসুর মিঞা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর জেলা জজ মো. আসাদুজ্জামান খান এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর জেলা জজ এবিএম গোলাম রসুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আল ফারুক আব্দুল লতিফ, জি পি আবু মোহাম্মদ সোয়েম, জেলা লিগ্যাল এইড প্যানেল অ্যাডভোকেট লায়লা আঞ্জুমান আরা ইতিসহ জেলা জজ ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সকল বিচারক ও কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় উপস্থাপনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোঃ মনিরুজ্জামান সরকার। তিনি জাতীয় আইনগত সহায়তার গুরুত্ব, কার্যক্রম এবং জনগণের মাঝে আইনগত সেবা পৌঁছে দিতে লিগ্যাল এইডের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন।
আলোচনার পাশাপাশি দিবসটি উপলক্ষে সুস্বাস্থ্য সেবা ক্যাম্প ও আইন সহায়তা প্রদান করা হয়। এতে আগত জনগণ বিনামূল্যে স্বাস্থ্য সেবা গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় আইনি পরামর্শও পান।
আলোচনা সভার শেষে নীলফামারী জেলা লিগ্যাল এইড কর্তৃক সেরা আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন-কে সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাধারণ জনগণ যেন সহজেই ন্যায়বিচার পেতে পারে, সেজন্য লিগ্যাল এইডের সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দ্বন্দ্ব নয়, সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.