ফেনীতে বন্যার প্রস্তুতি ও জেলার আইনশৃঙ্খলা নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
প্রতিনিধিঃ
হাসনাত তুহিন ফেনী

ফেনীতে কর্মরত সাংবাদিকদের সাথে বন্যা প্রস্তুতি ও জেলার আইনশৃঙ্খলা নিয়ে জেলা প্রশাসক সাইফুল ইসলাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন ২০২৫ইং মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় পরশুরামের বল্লামুখার ভেড়ীবাধ দ্রুত নির্মাণ, বন্যার আগাম প্রস্তুতি, ফেনী ছোট নদীর বিভিন্ন অংশে খুঁটি দিয়ে অবৈধ জাল বসিয়ে পানি প্রবাহের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে তার বিশেষ ব্যবস্থা গ্রহণ, মহিপাল ফ্লাইওভারের আশপাশের সড়কে অবৈধ বাস কাউন্টার এবং অবৈধ গাড়ি পার্কিং না করে সেই বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বন্যা পরিস্থিতি নিয়ে বিশেষ নজরদারি রাখা
সহ ফেনীর বিভিন্ন সমসাময়িক সমস্যার কথা উপস্থাপন করেন ফেনীতে কর্মরত সাংবাদিকরা।
এসময় জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, বন্যা-পরবর্তী রাস্তা মেরামতের কাজ চলমান রয়েছে।
বন্যার পূর্বাভাস অনুযায়ী সব ধরণের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। এছাড়া সাংবাদিকদের উপস্থাপিত সকল বিষয় গুরুত্বের সাথে দেখার আশ্বাস দেন।
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) ফাহমিদা হক, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন(সার্বিক),
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহাসান সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং সকল ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.