বানারীপাড়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও রোগী কল্যাণ সমিতির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।
প্রতিনিধিঃ
মোঃ সাব্বির হোসেন, বানারীপাড়া

বরিশালে বানারীপাড়ায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও রোগী কল্যাণ সমিতির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩ জুন বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়জিদুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরিফিন,সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী,উপজেলা ছাত্র প্রতিনিধি মোঃ সাব্বির হোসেন,সাংবাদিক ইলিয়াস শেখ, মাইদুল ইসলাম শফিক প্রমুখ।
সপাতাল ব্যবস্থাপনা কমিটি ও রোগী কল্যাণ সমিতির ত্রৈমাসিক সমন্বয় সভায় সার্বিক সহযোগিতায় ছিলেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) ও বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ। প্রধান অতিথির বক্তব্যে মোঃ বায়জিদুর রহমান বলেন,আমাদের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা প্রদানে যে সব দিকে ঘাটতি রয়েছে সকলের সহযোগিতা অতি দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব।
অন্যান্য বক্তাদের বক্তৃতায় স্বাস্থ্য কমপ্লেক্সের ও রোগীদের সেবা প্রদানের ক্ষেত্রে সকল সুবিধা,অসুবিধা ও সমাধানের বিষয়গুলো উপস্থাপন করা হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.