কুয়াকাটায় পুকুরে ধরা পরলো ১০ কেজির ওজনের কোরাল মাছ ।
প্রতিনিধিঃ
মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা

কুয়াকাটায় পুকুরে ধরা পড়লো ১০ কেজির ওজনের একটি কোরাল মাছ। শনিবার (২ নভেম্বর) মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের বড়হরপাড়া গ্রামের বাসিন্দা সাইমুন ইসলামের পুকুরে এ মাছটি ধরা পড়েছে। এসময় মাছটিকে একনজর দেখতে এলাকার মানুষ ভীড় জমায়। এলাকার মানুষ মাছটি দেখে অনেকেই কোরাল মাছ চাষের আগ্রোহ প্রকাশ করেন।
বরহারপাড়ার স্থানীয় বাসিন্দা কাদের পহলান বলেন, পুকুরে এতো বড় কোরাল আমি এর আগে কখনো দেখিনি। মাছটি দেখে স্থানীয় চাঁন মিয়া বলেন আমিও পুকুরে কোরাল চাষ করবো কোড়াল মাছ চাষে খরচ কম লাভ বেশি।
সাইমুন বলেন, মাছটি বিক্রয়ের জন্য স্থানীয় কুয়াকাটা মাছ বাজারে নিয়ে গেলে আশানুরূপ দাম না পাওয়ায়, ফেসবুকে স্ট্যাটাস দিলে পার্শ্ববর্তী উপজেলা আমতলীর বাসিন্দা ইয়াকুব ঘরামী নামের এক ব্যক্তি ১২’শ টাকা কেজি দরে ১২হাজার টাকায় মাছটি ক্রয় করে নিয়ে যান।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কোরাল হচ্ছে দ্রুত বর্জন শীল মাছ, পর্যাপ্ত খাবার পেলে এরা বছরে সাড়ে ৩ কেজি থেকে ৪ কেজি হতে পারে। এমাছটি পুকুরে ৩ থেকে ৪ বছর মিনিমাম ছিল এবং পর্যাপ্ত খাবার পেয়েছে। ফলেই মাছের গ্রোথ ভালো হয়েছে। আমাদের উপকূলের চাষীরা সঠিক পরিমান খাবার ও পরিমান মতো উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে কোরাল চাষ করলে তাহারাও সফলতা পাবেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.