যুক্তরাষ্ট্রের দুটি শহরের কাউন্সিল ম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশী শ্যালক ও দুলাভাই
প্রতিনিধিঃ
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট

যুক্তরাষ্ট্রের নিউজারসি স্টেটের আটলান্টিক সিটি ও মিশিগানের হেমট্রামিক শহরের কাউন্সিলম্যনা পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্যালক ও দুলাভাই । তারা দুজনই বাংলাদেশী। গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ।
সে দুজন হলেন সোহেল আহমেদ ও মাহফুজুর রহমান ।
জানা যায়, প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত নিউজারসির আটলান্টিক সিটিতে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত সোহেল এর আগেও নির্বাচন করে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেন। অল্পের জন্য ঘটে ফল বিপর্যয়। এবার তিনি কাউন্সিল এট লারজ পদে রানিং মেয়রের প্যানেলে ডেমোক্রেট থেকে লড়াই করছেন । আগামী ১০ জুন সে শহরে ভোট হওয়ার কথা রয়েছে । সে কারণে রয়েছে উৎসাহ উদ্দীপনা ও।
উল্লেখ্য সোহেল নিউজারসি রাজ্যের একাধিক সামাজিক সংগঠনের নেতৃত্বে রয়েছেন ।
এক প্রতিক্রিয়ায় সোহেল বলেন, প্রবাসীদের পক্ষে সিটিতে কথা বলতে চাই আমি । বাংলাদেশ কে রিপ্রেজেনট করতেই আমার এই লড়াই ।
এদিকে বিগত ১১-১২ বছর থেকে বসবাসকারী মাহফুজ আমেরিকার অনলাইনে ও অফলাইন সহ দেশের প্রবাসের বেশ কিছু সামাজিক সংগঠনের জড়িত । কাজ করছেন মানবিকতা নিয়ে বিভিন্ন প্লাটফর্মে।
তিনি এবছরের আগষ্টের ৫ তারিখের প্রাইমারি নির্বাচনের জন্য মিশিগানের বাংলাদেশী আরব পোলিশ আমেরিকানদের শহর হেমট্রামিক শহরে কাউন্সিলম্যান পদে লড়বেন । তিনি সেখান কার মিডিয়াকর্মীদের ও নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
তাঁর ব্যক্তিগত সহকারী শাহজাহান হিটলার প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেছেন । মাহফুজ রোটারেকট ক্লাব অব সিলেট নিউ সিটি ও রোটারেকট ক্লাব অব নিউইয়র্ক কুইনসের প্রতিষ্ঠাতা সভাপতি একই সাথে ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের ও সভাপতি । সেই সাথে মিশিগানের কয়েকটি সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে বিশেষভাবে জড়িত । পোস্টাল জবের পাশাপাশি কমিউনিটির সাধারণ মানুষের ও সেবা করছেন তিনি।
এক প্রতিক্রিয়া মাহফুজ বলেন, মিশিগান ও হেমট্রামিক বাসীর জন্য উন্নত মানের স্বাস্থ্য সেবা, পরিস্কার পরিচ্ছন্নতা ও নাগরিক সেবা পরিবেশ সহ নিরাপত্তা, শিক্ষা ও সামাজিক সেবা নিশ্চিত করতে আমি কাজ করতে চাই ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.