হান্নানের আসার খবরে জুতা ও ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে ছিলেন নারীরা’ও পৌরবাসী
প্রতিনিধিঃ
কাজী ওমর ফারুক, মোংলা

প্রতারণা ও ব্যাভিচারের অভিযুক্ত মোংলা পোর্ট পৌরসভার সাবেক দূর্নীতিবাজ হিসাব রক্ষক কর্মকর্তা “সরদার আবদুল হান্নান” আবারও মোংলা পৌরসভায় যোগদানের খবরে জুতা ও ঝাড়ু হাতে মোংলা পোট পৌরসভার মুল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে মোংলা পৌর বাসী। এসময় বিএনপি নেতাকর্মীরাও তাদের সাথে একাত্মতা প্রকাশ করে জড়ো হন।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১০টায় এ জটিকা কর্মসূচিতে হান্নানকে লুইচ্চা ও দুর্নীতিবাজ বলে স্লোগান দেয়া হয়। প্রায় ঘণ্টাব্যাপী অবস্থান করে সরে যান তারা।
এসময় মোংলা পৌর শ্রমিক দলের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মনির হোসেন, মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, বেবী বেগম, পৌর মৎস্যজীবী দলের সভাপতি গাজী মাইনুল হোসেন (মনু), সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানি, তাতী দলের সাবেক সদস্য সচিব গাজী মনিরুজ্জামান মনি ও পৌর বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাসহ বিএনপি নেতা কর্মি উপস্থিত ছিলেন।
আন্দোলন কারীরা বলেন, এর আগে মোংলা পৌরসভায় কর্মরত থাকা অবস্থায় দুর্নীতি আর লুটপাট করে জনগণের টাকা হাতিয়ে নিয়েছেন ও সরদার আবদুল হান্নান। আওয়ামীলীগ ক্ষমতার সময় তিনি দালালি করে বিএনপির নেতা কর্মীদের হয়রানি করেছেন। এখন আবারও লুটপাট চালাতে মোংলা পোর্ট পৌরসভায় যোগদান করেছে।
মহিলা দলের নেত্রী বেবী বেগম বলেন, তারা প্রতিনিয়ত ঝাড়ু ও জুতা নিয়ে পাহারা দেবেন। যেন কোন দুর্নীতিবাজ মোংলা পৌরসভায় ঢুকতে না পারে।
এবিষয়ে সরদার আবদুল হান্নান বলেন, আমি এক সময় মোংলা পৌরসভায় কর্মরত ছিলাম। সরকারি আদেশে পাশবর্তী উপজেলা মোড়লগঞ্জ পৌরসভায় বদলি হয়ে সেখানে দায়িত্ব পালন করি। দীর্ঘ দিন পর সংশ্লিষ্ট মন্ত্রনালয় আমাকে আবার মোংলা পৌরসভায় বদলি করে। সেই মতে আজ মঙ্গলবার আমি যোগদানের কথা ছিলো। কিছু লোক পৌরসভার সামনে জড়ো হয়ে ঝাড়ু মিছিল কেন করেছে তা তিনি জানেন না।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.