ঝালকাঠির কাঠালিয়ার কচুয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মিলাদ ও ইফতার অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
মোঃ মাছুম বিল্লাহ, কাঠালিয়া, ঝালকাঠি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কচুয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মিলাদ ও ইফতার অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ মোস্তফা হেলাল কিরনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির বরশিাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল হক নান্নু, সু-প্রিম এ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন সহকারি এ্যাটেনি জেনারেল সুপ্রিম কোর্ট, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ খোকন মল্লিক, ঝালকাঠি জজ কোর্টের পিপি এ্যাডভোকেট মাহেব আলম, কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারন সম্পাদক মোঃ আখতার হোসেন নিজামসহ আরো অনেকে। উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সালমান খান বিপ্লবের সঞ্চালনায়
দোয়া ও ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্বার মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে। দোয়া শেষে ইফতার বিতরণ করা হয়।
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.