কুড়িগ্রাম সীমান্তে ভারত থেকে পাচার হওয়া অস্ত্র ও গোলাবারুদ আটক।
প্রতিনিধিঃ
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্ত থেকে ভারত হতে পাচার হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল।
গোপন সংবাদের ভিত্তিতে (১৪ মার্চ) বৃহস্পতিবার রাত ১ টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দিয়াডাঙ্গা বিওপির আওতাধীন ৯৮৫/৩ এস পিলারের সন্নিকটে অভিযান পরিচালনা করে বিজিবি।
এসময় কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক এর নেতৃত্বে ১৯ সদস্যের বিশেষ টহলদল অভিযানে অংশ নেয়। এ সময় ভারত থেকে কিছু ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখা যায়।
তাদের সন্দেহজনক আচরণের কারণে টহলদল উক্ত ব্যক্তিদেরকে আটকের নিমিত্তে ধাওয়া করলে তারা সাথে থাকা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যায়। টহলদল উক্ত স্থানে তল্লাশী অভিযান পরিচালনা করে ৮লক্ষ ২৬ হাজার ২শত টাকা মুল্যের মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় NX-200 ATHENA গান, ১টি ভারতীয় পিষ্টন এ্যাসেম্বলি, ৩৩ হাজার ১০০ পিস ভারতীয় সিসা গুলি এবং ১টি হিরো ইগনেটর মোটরসাইকেল (১২৫ সিসি) আটক করতে সক্ষম হয়।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন(২২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক অস্ত্র ও গোলাবারুদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে সকল প্রকার চোরাচালান ও অস্ত্র পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে। ইতিমধ্যে প্রতিটি বিওপির সীমান্ত এলাকায় টহল আরও জোরদার করা হয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.