সুন্দরবনে মহাবিপন্ন কচ্ছপ ‘বাটাগুর বাসকা’র ৬৫ বাচ্চার জন্ম
প্রতিনিধিঃ
কাজী ওমর ফারুক, মোংলা

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে মহাবিপন্ন ‘বাটাগুর বাসকা’ প্রজাতির একটি কচ্ছপের ডিম থেকে ৬৫টি বাচ্চা ফুটে জন্ম নিয়েছে। সোমবার (৫ মে) সকালে ডিমগুলো থেকে বাচ্চাগুলো ফোটে এবং সেগুলোকে তুলে সংরক্ষণ প্যানে স্থানান্তর করা হয়।
প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, গত ১৫ ফেব্রুয়ারি এক প্রজননক্ষম কচ্ছপ ৮২টি ডিম দেয়। পরে ডিমগুলো সংগ্রহ করে বালুর স্তরের নিচে নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়। দীর্ঘ অপেক্ষার পর সোমবার সকালে ডিমগুলো থেকে ৬৫টি সুস্থ বাচ্চা বের হয়। বর্তমানে এসব বাচ্চা সংরক্ষণ প্যানে রাখা হয়েছে, পরে সেগুলো বড় পুকুরে ছাড়া হবে।
২০১৪ সালে করমজলে শুরু হয় এই মহাবিপন্ন কচ্ছপ প্রজাতির প্রজনন কার্যক্রম। শুরুতে মাত্র ৮টি কচ্ছপ নিয়ে যাত্রা শুরু হলেও এখন পর্যন্ত এই কেন্দ্রে মোট ৫২১টি ডিম উৎপন্ন হয়েছে, যার মধ্যে ৪৭৫টি ডিম থেকে বাচ্চা ফুটেছে। বর্তমানে কেন্দ্রে ছোট-বড় মিলিয়ে ৪৫৮টি কচ্ছপ রয়েছে। ইতোমধ্যে কেন্দ্র থেকে শতাধিক বাচ্চা উপকূলীয় অঞ্চল ও সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
বন্যপ্রাণী সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় করমজলের এই উদ্যোগকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.