কাউখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।

পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার ১মে সকাল সাড়ে দশটায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কাউখালী উপজেলা শাখার আয়োজনে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শাপলা চত্বরে এসে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র নেতা শাহ ইমরান ফারুক, শাফিউল আজম (ভিপি দুলাল) উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক জিয়াউল হাসান লিকসন, বদরুদ্দোজা মিয়া বদরুল, গিয়াস উদ্দিন অলি, রফিকুল ইসলাম রফিক, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, সদস্য সচিব শরিফুল আযম সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের সদস্য সচিব শোয়াইব সিদ্দিকী, জাসাসের আহবায়ক মোঃ মনিরুজ্জামান,শ্রমিক দল নেতা মুশিদ কামাল সিকু প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.