আমরা স্বৈরাচারকে হটিয়েছি নতুন করে আর স্বৈরাচারকে আসতে দেব না
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মানুষের সমস্যা সমাধান করাই আমাদের রাজনীতি। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কাজ। জনগণই আমাদের বৈধতা। আমরা স্বৈরাচারকে হটিয়েছি নতুন করে আর স্বৈরাচারকে আসতে দেব না।
শুক্রবার (০৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের আজাদ মোড়ে ‘জুলাই পদযাত্রার’ পথসভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস এগুলোকে ভয় পাবেন না। আমরা প্রতিবাদ করতে শিখেছি। এটা আমাদের জারি রাখতে হবে। এটা যদি জারি না রাখেন তাহলে নতুন করে স্বৈরাচার তৈরি হবে। জাতীয় নাগরিক পার্টি এ জন্য উত্তরবঙ্গের মানুষের জন্য কাজ করে যাবে। আমাদের পদযাত্রা প্রথম শুরু করেছি উত্তরবঙ্গ থেকে।
তিনি বলেন, আগামী ৩ আগস্ট ঢাকায় বিশাল প্রোগ্রাম করব। আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং আমাদের উত্তরবঙ্গের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সনদ সেটা আমরা জাতির সামনে তুলে ধরব। আমরা যে রকম গণঅভ্যুত্থানে বিজয় লাভ করেছি আগামী সংসদেও বিজয় লাভ করব ইনশাআল্লাহ।
সময় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আকতার হোসেন। ঘোড়াঘাট উপজেলা শাখা সংগঠন প্রভাষক আব্দুল মান্নান সরকার ও কেন্দ্রীয় সংগঠক মেহরাজ শাহরিয়ার মিথুনসহ অনেকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.