তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের সাবেক অধ্যক্ষের স্ত্রীর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
প্রতিনিধিঃ
গৌরনদী

দক্ষিন বঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ড কাছেমাবাদ এর বাসিন্দা মো. কাসেম মাহমুদ এর স্ত্রী, মোসা. সুরাইয়া বেগম টুলু (৫২) রোবার দিবাগত রাত ১২টার সময় শাসকষ্ট জনিত কারন দেখাদিলে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্যকেদ্র নিয়ে গেলে ডা. তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে প্রেরন করেন।
ওই রাতেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে নিয়ে গেলে রাত ২টার দিকে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।(ইন্না-লিল্লাহি…রজিউন)। তিনি স্বামী, ২ছেলে, ১মেয়ে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। সোমবার বাদ জোহর মরহুমার নামাজের জানাজা কাছেমাবাদ কামিল মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যু গভীর শোক প্রকাশ করে সমবদনা জানিয়েছেন বরিশালের বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের বর্তমান অধ্যক্ষ মো. মোকলেচুর রহমান, কাছেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবু সাঈদ মো. কামেল, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যাপক মো.আবদুল আউয়াল লোকমান-সহ বিভিন্য সামাজিক নেতৃবৃন্দ ও স্থানিয় বাসিন্দা। মরহুমার সন্তানত্রয় সকলের কাছে তার মায়ের রূহের মাগফিরত কামনা করে দোয়া চেয়েছেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.