দু’পক্ষের সংঘর্ষ, যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১০
প্রতিনিধিঃ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ চলছে এমন সংবাদ পেয়ে যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১০ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২ মে) আটককৃতদের আদালতে প্রেরণ করেছে থানার পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫ টার দিকে উপজেলার বড়হিত ইউনিয়নের পাড়া ডাংরী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মো: রফিকুল ইসলাম ভূঁইয়া (৫৩) ও তার ছেলে মো: হিমেল মিয়া (২৪) সহ আরো কয়েকজন আহত হয়।
এলাকায় খবর নিয়ে জানা যায়, আহতদের মধ্যে রফিকুল ইসলাম ভূঁইয়ার অবস্থা গুরুত্বর হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে-পুলিশ। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে। পরে রাত সাড়ে ৮ টার দিকে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে। পাশাপাশি বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে।
আটককৃতরা হলেন- মো: লাল মিয়া (৫৫), মো: সোহাগ মিয়া (২৬), সাব্বির আহম্মেদ মাসুম (২২), মো: লিমন আহম্মেদ (১৭), মো: সুমন মিয়া (১৫), মো: আনারুল হক (৪২), মোর্শেদুল আলম (৩৫), মো: শাহজাহান আলী (৫০), মজিবুর রহমান (৪৫), মোজাম্মেল হক (২৮)। তারা সকলেই এক গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন,জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ হয়,খবর পাওয়ার সাথে সাথেই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এবং আহত রফিকুল ইসলামের ভাই মো: আনিছুল হক ভূঁইয়া বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
