বাংলাদেশের আদালতের রায়ে চীনা নাগরিক পরিবারের সন্তোষ প্রকাশ
প্রতিনিধিঃ
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট

বাংলাদেশের সিলেট বিভাগের সিলেট মহানগরের ভাড়া বাসায় এক চীনা নাগরিক খুনের ঘটনায় অপর চীনা নাগরিকের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সিলেট মহানগর দায়রা ও জজ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন চীনা নাগরিকের পরিবার। এমনটা নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী।
সিলেটে চীনা নাগরিক ওয়েন্টাও ওয়েইয়ের (৪৮) খুনের ঘটনায় দেশটির আরেক নাগরিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন সিলেট মহানগর দায়রা ও জজ আদালত।
সেই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ওই আসামির নাম জো চাও (৪০)।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, সিলেট নগরের পশ্চিম পাঠানটুলা এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন ওয়েন্টাও, জো চাওসহ ১২ চীনা নাগরিক।
তাঁরা সবাই কুমারগাঁওয়ে বিদ্যুৎ প্ল্যান্টে কর্মরত ছিলেন।
২০২১ সালের ১৮ মে সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওয়েন্টাও ও জো চাওয়ের মধ্যে মারামারি হয়।
এ সময় ওয়েন্টাওকে ছুরিকাঘাত করেন জো চাও। এতে ওয়েন্টাওয়ের মৃত্যু হয়।
এ ঘটনার পরদিন ওয়েন্টাওয়ের স্ত্রী ওয়াং কিউ আই ইউজিং বাদী হয়ে সিলেটের কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলায় একমাত্র আসামি করা হয় জো চাওকে।
মামলার দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আজ রায় দেন বিচারক। রায়ের বিষয়টি নিশ্চিত করে মামলার বাদীপক্ষের আইনজীবী টিপু রঞ্জন দাস।
বাদী এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। বাদীপক্ষের আইনজীবীরা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছেন।
ওই আইনজীবী আরও জানান, মামলায় ১৪ সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য দিয়েছেন। রায়ের সময় আসামি জো চাও আদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিলেট নগরীর পশ্চিম পাঠানটুলায় ভাড়া বাসায় ছুরিকাঘাতে চীনা নাগরিক ওয়েন্টাও ওয়েই (৪৮) নিহত হওয়ার ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করা হয়।
নিহত ব্যক্তির স্ত্রী ওয়াং কিউ আই ইউজিং বাদী মামলাটি দায়ের করেন।
তিনি আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের পাহারায় চিকিৎসাধীন
অস্থায় মারা যান।
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.