ডিজিটাল বিলবোর্ডে শেখ হাসিনার গুণ কীর্তন উত্তাল মোংলা
প্রতিনিধিঃ
কাজী ওমর ফারুক, মোংলা

মোংলা পৌর সভার ডিজিটাল বিল বোর্ডে শেখ হাসিনা ও তার উন্নয়ন নিয়ে প্রামাণ্য চিত্র প্রচার করায় শনিবার থেকে মোংলা শহর উত্তাল হয়ে উঠেছে। শহরে টান টান উত্তেজনা বিরাজ করছেন।
শনিবার সন্ধ্যায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে এক পথসভায় বক্তারা বলেন ‘শুক্রবার সন্ধ্যায় শহরের মামার ঘাট এলাকার পৌরসভা থেকে নিয়ন্ত্রিত একটি বিলবোর্ডে শেখ হাসিনা ও তার উন্নয়ন নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রচার করা হয়। ঘন্টাব্যাপী চলে এ অনুষ্ঠান। বিষয়টি তাৎক্ষণিক প্রত্যক্ষদর্শীরা প্রতিবাদ জানালেও কর্ণপাত করেনি পৌর কর্তৃপক্ষ।
সমাবেশে মোংলা পৌর বিএনপি’র যুগ্ন আহবায় মোকছেদুল আলম গামা বলেন ” ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর পৌর সচিব অমল কৃষ্ণ সাহা ও নব্য যোগদান করী আওয়ামী লীগের দুর্নীতিবাজ পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা সরদার আব্দুল হান্নান শহরে উত্তেজনা তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিত দাঙ্গা সৃষ্টির জন্য এ কাজ করেছে। এর দায়ভার তাদের নিতে হবে। আমরা তাদের পদত্যাগের দাবি জানাই। অন্যথায় তাদেরকে সাধারণ মানুষ নিয়ে পদত্যাগে বাধ্য করানো হবে।
গামা আরও বলেন ” দুর্নীতিবাজ খ্যাতো সরদার আব্দুল হান্নান যোগ দানের পর থেকে পৌরসভায় নতুন নতুন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আ’লীগের এই দুই দোসরের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন বিএনপির এ সিনিয়র নেতা। মিছিলে মোংলার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
তবে পৌর সচিব অমল কৃষ্ণ সাহা ও হিসাব রক্ষণ কর্মকর্তা সরদার আব্দুল হান্নান তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.