দৌলতখানে শাম্মী আক্তার সুমি শিশুবৃত্তি উৎসব
প্রতিনিধিঃ
জালাল আহমেদ, দৌলতখান, ভোলা

ভোলার দৌলতখানে শাম্মী আক্তার সুমি শিশু বৃত্তি উৎসব’ ২০২৪ সুন্দর পরিবেশে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে । বরিশাল কিন্ডারগার্টেন ফোরাম শিশুবৃত্তি উৎসব প্রশংসনীয় এ অনুষ্ঠানের আয়োজন করে। শিশু শিক্ষায় আত্মনিবেদিত একটি অলাভজনক, অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন শাম্মী আক্তার সুমি শিশুবৃত্তি উৎসবে দৌলতখান শহীদ আব্দুল হামিদ কিন্ডারগার্টেনের ১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আট ও নয় নভেম্বর শহীদ আব্দুল হামিদ কিন্ডারগার্টেন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলা, ইংরেজি ও গণিত পরীক্ষায় কিন্ডারগার্টেনের সাতজন ছাত্র ও সাতজন ছাত্রী মোট ১৪ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা কেন্দ্রে পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বাটারফ্লাই কিন্ডারগার্টেনের পরিচালক মরিয়ম আক্তার মুক্তা ও ভোলার দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজের সাইফুল ইসলাম রিমন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.