রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট জেলা ও মহানগর কমিটি গঠন
প্রতিনিধিঃ
সিলেট

রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সভা রোববার (১২ মে) সকাল ১১টায় জিন্দাবাজারস্হ নজরুল একাডেমীতে অনুষ্ঠিত হয়।
রিকশা,ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি প্রণব জ্যোতি পালের সভাপতিত্বে ও মহানগর শাখার সহ-সভাপতি মনজুর আহমদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক খালেকুজ্জামান লিপন, মহানগর শাখার উপদেষ্টা আবু জাফর, শ্রমিক নেতা উজ্জ্বল রায়, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সংগ্রাম পরিষদের মহানগর শাখার সহ-সভাপতি শহীদ আহমদ, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাইফুল ইসলাম, মাহফুজ আহমেদ, সামছুল ইসলাম প্রমূখ।
সভায় প্রধান বক্তা রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক খালেকুজ্জামান লিপন বলেন, ব্যাটারিচালিত যানবাহন আটক, হয়রানি ও উচ্ছেদ বন্ধ করে অবিলম্বে ব্যাটারিচালিত যানবাহনের জন্য “থ্রী হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৪”চুড়ান্ত করে বিআরটিএ এর তত্ত্বাবধানে ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও প্রশিক্ষণ এবং রুট পারমিট প্রদান করার আহ্বান জানান।
খালেকুজ্জামান লিপন,চট্রগ্রামে ব্যাটারিচালিত যানবাহনের উচ্ছেদ বিরোধী আন্দোলনে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারকৃত চট্টগ্রাম জেলা সংগ্রাম পরিষদের আহ্বায়ক আল কাদেরী জয়, সংগ্রাম পরিষদ নেতা রোকন ও ছাত্র নেতা মিরাজ উদ্দিনের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
সভায় প্রণব জ্যোতি পালকে সভাপতি ও বেলাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ও শহীদ আহমদকে সভাপতি ও মনজুর আহমদকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ এর যথাক্রমে সিলেট মহানগর কমিটি ও জেলা কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.