বেতাগীতে ঘূর্ণিঝড় দানা’য় একজনের মৃত্যু
প্রতিনিধিঃ
লিটন কুমার ঢালী, বেতাগী, বরগুনা

ঘূর্ণিঝড় দানা’য় বরগুনার বেতাগী উপজেলা সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কিসমত করুনা গ্রামের আশরাফ আলী হাওলাদার (৫৫) নামে একজন মৃত্যুবরণ করেন।
আশরাফ আলী হাওলাদার (৫৫) বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আনুমানিক সকাল ১০টার দিকে ছোট মোকামিয়া বাজারে যাওয়ার পথে ঘূর্ণিঝড় দানার দমকা হাওয়ায় চাম্বল গাছ ভেঙে পড়ে আহত হয়। তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব কর্মকর্তা তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
মৃত ব্যক্তির ছোট ভাই জানায়, তার বড় ভাই আশরাফ আলী হাওলাদার একজন দিনমজুর। ছোট মোকামিয়া বাজারে যাওয়ার পথে ঘূর্ণিঝড় এর দমকা হাওয়ায় চাম্পল গাছ ভেঙে পড়ে চরম আঘাত প্রাপ্ত হন। তাৎক্ষণিকভাবে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। দায়িত্বগত কর্মকর্তা তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
এই রিপোর্ট লেখার সময়, পরিবার সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি আশরাফ আলী হাওলাদার এর ৩ ছেলে ও ২ মেয়ে। ২ ছেলে ঢাকার কর্মরত আছে। ঢাকা থেকে আসার পরেই জানাজার নামাজ পড়ানো হবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.