‘বাংলাদেশে ভারতের কোনও দালাল সহ্য করা হবে না’
প্রতিনিধিঃ
হুমাযুন কবির সূর্য, কুড়িগ্রাম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দমুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘ ভারতকে সাথে নিয়ে যারা ক্ষমতায় যেতে চান, শুনে রাখুন স্পষ্ট বক্তব্য। বাংলাদেশের বুকে যারা ভারতের দালালি করবেন, তাদেরসাথে হাত এক করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধভাবে সেই ভারতের দালালদের উৎখাত করে ভারতে পাঠায় দেবে ইনশাআল্লাহ।’
শনিবার (২১ জুন) বিকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। দলটির জেলা সভাপতি শাহজাহান মিয়া গণসমাবেশে সভাপতিত্ব করেন।
প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচারএবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এ গণ সমাবেশ আয়োজন করে দলটি। সমাবেশ থেকে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে দলীয়প্রার্থীদের নাম ঘোষণা করেন আমিরফয়জুল করীম। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয়ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির জেলা নেতৃবৃন্দবক্তব্য রাখেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরও বলেন, দখলদারদের বিরুদ্ধে আন্দোলন, খুনিদের বিরুদ্ধে আন্দোলন, মানুষের অধিকারকে প্রতিষ্টিত করার আন্দোলন হবে ইনশাআল্লাহ। যে রকম ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে এদেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম, ঠিক তেমনি সকলে মিলে যদি ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামি তাহলে চাঁদাবাজদের উৎখাত করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।
’আগামী সংসদ নির্বাচনে ইসলামী ও সমমনা দলগুলোর ঐক্যের ইঙ্গিত দিয়ে মুফতি ফয়জুল করীম বলেন, ‘সবনীতি আদর্শ দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ।
জীবন দেবো, রক্ত দেবো তবু গোলামী করবো না ইনশাআল্লাহ। আন্দোলন শেষ হয় নাই। এবার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন হবে ইনশাল্লাহ। যেভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে দেশ থেকে পালাতে, ভাগাতে বাধ্য করেছিলাম, ঐক্যবদ্ধভাবে যদি রাস্তায় নামি তাহলে চাঁদাবাজদেরকেও বাংলাদেশথেকে উৎখাত করতেও সক্ষম হবো।’
শায়েখে চরমোনাই খ্যাত এই ইসলামী চিন্তাবিদ আরওবলেন, ‘ ইসলামী দলের হাতে দেশ পরিচালনার দায়িত্ব থাকলে পুঁজিবাদী অর্থনীতির পরিবর্তেইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করা হবে। পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় আর গরিবকে আরও গরিব করে। ইসলামী অর্থনীতি গরিবদের জন্য, সকলের জন্য।’
অতীতের ক্ষমতাসীনদের সমালোচনা করে ফয়জুল করীম উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘চোরের মাধ্যমে চুরি বন্ধ হয়? খুনির মাধ্যমে খুন বন্ধ হয়? দেশকে এক নাম্বারবানাতে চান? মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। আমরা বাংলাদেশকে গড়বো, আমরা উন্নয়ন করবো।
আমরা মা-বোনদের ন্যায্যঅধিকার প্রতিষ্ঠা করবো। যেখানে অধিকার থাকবে সকল শ্রেণি পেশার ও বিভিন্ন ধর্মবর্ণের মানুষের।থাকবে না কোনও বৈষম্য।’সন্ধ্যার আগে শেষ হওয়া গণসমাবেশে আসন্ন জাতীয় সংসদনির্বাচনে কুড়িগ্রামের ৪ টি নির্বাচনি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির আমির।
এসময় ঐক্যবদ্ধভাবে সকলকে হাতপাখা মার্কার পক্ষে কাজকরার আহ্বান জানান।কুড়িগ্রাম-১ আসনে (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) প্রার্থী হিসেবে আলহাজ্ব হারিছুল বারী রনি, কুড়িগ্রাম-২ আসন (সদর,ফুলবাড়ী ও রাজারহাট) প্রার্থী হিসেবে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষমাওলানা মো. নূর বখত, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ডা. মো. আক্কাস আলী সরকার এবংকুড়িগ্রাম-৪ আসনে (চিলমারী,রৌমারী ও রাজিবপুর) সহকারী অধ্যাপক হাফিজুর রহমানের নামঘোষণা করা হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
